সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা ॥ সামাজিক সম্প্রীতি বাড়াতে সিলেট প্রেসক্লাবের ভূমিকা অনন্য

24
সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে মোনাজাত করছেন অতিথিবৃন্দ।

রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর সুবিদ বাজারস্থ প্রেসক্লাব ভবনে ইফতার মাহফিলে অংশ নেন সিলেটের সর্বস্তরের সুধীজন ও ক্লাবের সদস্যবৃন্দ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্যে প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। রহমত, মাগফেরাত ও নাজাতের এ মাসে আমাদের মধ্যে সৃষ্টি হয় সম্প্রীতির বন্ধন। এ বন্ধনকে সুসংহত করতে সিলেট প্রেসক্লাবের ভূমিকা অনন্য। প্রেসক্লাব সভাপতি বলেন, অনৈক্য, বিভাজন কাটিয়ে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সিলেট প্রেসক্লাব তার ঐতিহ্যের পথ ধরে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি ইফতার মাহফিলে অংশ নেয়ায় আগত সকল অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল কোরআন শিক্ষা পরিষদ এর সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন আহমদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট মহানগর ক্ষুখ্য হাকিম আবুল কাশেম, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, এসএমপির ডেপুটি পুলিশ কমিশনার আজবাহার আলী, এডিসি (মিডিয়া) জেদান আল মুসা, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহানগরের সহ-সভাপতি মুফতি রশিদ আহমদ, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিন চৌধুরী, নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, বার কাউন্সিলের সদস্য এডভোকেট রুহুল আলম চৌধুরী মিন্টু, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জজকোর্টের জিপি এডভোকেট খাদিমুল মিল্লাত জালাল, র‌্যাব-৯ এর এএসপি সত্যজিত কুমার ঘোষ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক জুবের ও এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজাজা বদর, আতাউর রহমান আতা ও আবদুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর জাতীয় পার্টির সেক্রেটারী এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, দৈনিক সিলেট মিরর-এর প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী, দৈনিক জালালাবাদের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম বাবুল, জগন্নাথপুর ব্রিটিশস-বাংলা এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট আলহাজ এম এ আহাদ ও সাবেক সেক্রেটারী এসআই আজাদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াছ আলী, সিনিয়র সাংবাদিক ইকবাল কবির, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মো. ইলিয়াছ আলী, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, কবীর আহমদ সোহেল ও মো. আফতাব উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. ফয়ছল আলম, শুয়াইবুল ইসলাম ও দিগেন সিংহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও শেখ আশরাফুল আলম নাসির। মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি