সিয়াম সাধনা মানুষকে খাঁটি মুমিন বান্দায় পরিণত করে – মাওলানা জুবায়ের আহমদ আনছারী

57

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনছারী বলেছেন, ইসলাম সত্য ও মানবতার ধর্ম। মাহে রমজান তাকওয়া অর্জন, নৈতিক চরিত্র গঠন ও প্রশিক্ষণের মাস। রোজাদারগণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ক্ষুধা, তৃষ্ণা, কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি রিপু দমনপূর্বক সিয়াম সাধনা করেন। আগুন যেমন স্বর্ণকে নিখাঁদ করে দেয়, সিয়াম সাধনাও তেমনি ইমানদারের ষড়রিপুর কামনা বাসনাকে জ্বালিয়ে পুড়িয়ে তাকে খাঁটি মুমিন বান্দায় পরিণত করে। একজন খাঁটি মুমিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়বান্দা। তিনি প্রত্যেক মুসলমানকে প্রকৃত মুমিন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আল্লাহর নির্দেশিত ও রাসূল (সা:) প্রদর্শিত পথে জীবন পরিচালনা করার আহবান জানান।
হাফিজ জুবায়ের আহমদ আনছারী দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামে আল মারকাজুত তা’লীমিল ইসলামীর উদ্যোগে ১৭তম ঐতিহাসিক ৫ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে ১ম দিন গত ১৭ মে শুক্রবার রাতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়া ইসলামিয়া লন্ডনের প্রিন্সিপাল খলিফায়ে ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা শায়েখ মোঃ তরিক উল্লাহর সভাপতিত্বে ও মাহফিল পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা আহমদ আলী মিছির এর পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ জাকির হোসেন নোমানী, হাফিজ আব্দুস ছামাদ, হাফিজ মোঃ লায়েক আহমদ, মাওলানা বেলাল আহমদ, জমির হোসেন, কাওছার আহমদ, হাজী হেলাল মিয়া, খুরশিদ মিয়া, জামিল মিয়া, হাজী মোঃ হুরু মিয়া, মান্না, জমির হোসেন, মুতাহির হোসেন মাক্কু, আজিজুর রহমান, মাছুম আহমদ, মারুফ আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি