পণ্যের দাম নিয়ন্ত্রণে এবার মাঠে সিলেটের ডিসি

10
বাজার পরিদর্শন করছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। গতকাল শনিবার বেলা ২টায় শহরতলীর টুকেরবাজারে বাজার মনিটরিং করেন তিনি। এ সময় পণ্যের সঠিক মূল্য এবং পণ্যের মূল্য তালিকা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আজ ব্যবসায়ীদের এসব ব্যাপারে সতর্ক করে দেয়া হচ্ছে। পরবর্তীতে তিনি অভিযান পরিচালনা করবেন এবং নির্দেশ অমান্যকারী ব্যবসায়ীদের জরিমানা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ হেলাল চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জালালাবাদ থানার ওসি শাহ হারুন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক জিয়া, জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের, সাংবাদিক মিঠু দাস জয় ও স্যানিটারি ইন্সপেক্টর (সদর সিলেট) বেনুভূষন দাস।