ওসমানীনগরে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রয়কারীদের বিরুদ্ধে অভিযান শুরু, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

23

ওসমানীননগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এলপিজি গ্যাসসহ সিলিন্ডার বিক্রির দোকানগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোলায়ালা বাজার, তাজপুর বাজারে অবৈধ পন্থায় ও খোলামেলা ভাবে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ৫টি দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল-মামুন, তাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রাজা মিয়া। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তাজপুর রবিদাস এলাকার মেসার্স রকি এন্টার প্রাইজ থেকে ১০ হাজার টাকা, তাজপুর বাজার ও কদমতলা এলাকার রোজী এন্টার প্রাইজ থেকে ৫ হাজার টাকা, দিলকসাদ পেইন্টার্স থেকে ৫ হাজার টাকা, প্রাপ্তি ট্রেডার্স থেকে ৫ হাজার টাকা ও গোয়ালাবাজার শেখ ট্রেডার্স থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এসব দোকানগুলোতে জনসমক্ষে খোলামেলা ভাবে দাহ্য পদার্থ ও সিলিন্ডার বিক্রির অভিযোগে আর্থিক জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, বিস্ফোরণ অধিদপ্তরের অনুমতি ছাড়াই লাইসেন্স বিহীন এসব দোকানগুলোতে দেদারসে বিক্রি হয়ে আসছিল বিপদজনক এই দাহ্য পদার্থ। আইনের তোয়াক্কা না করেই শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়েই ওসমানীনগর উপজেলার প্রতিটি বাজারেই চলছে এ ধরণের ঝুঁকিপূর্ণ ব্যবসা।