ভেলোরে ভোট বন্ধ ॥ প্রার্থীর সমর্থকের বাড়ি থেকে দেড় কোটি রুপী জব্দ

20

কাজিরবাজার ডেস্ক :
ভারতে চলমান সপ্তদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণকে সামনে রেখে তামিলনাড়ুর এক বিধানসভা প্রার্থীর সমর্থকের বাড়ি থেকে এক কোটি ৪৮ লাখ রুপী নগদ অর্থ জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের নির্বাচন কমিশন ও আয়কর দফতরের এক যৌথ অভিযানে তামিলনাড়ুর থেনি লোকসভার আন্দিপাতি বিধানসভা আসনের এএমএমকের প্রার্থী টিটিভি দিনাকরনের এক সমর্থকের বাড়ি থেকে এ বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়। অভিযানের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তবে গুলিতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জব্দকৃত অর্থ খামে ভরা অবস্থায় ছিল। আর খামগুলো ভোটারদের মধ্যে বিলি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। প্রতি ভোটারের জন্য নগদ ৩শ’ রুপী করে বরাদ্দ ছিল। পাশাপাশি খামের ওপর ভোটারের নাম ও ওয়ার্ড নম্বর লেখা ছিল। ভারতে চলমান লোকসভা নির্বাচনের সঙ্গে থেনির আন্দিপাতির বিধানসভা আসনে উপ-নির্বাচন হচ্ছে।
এদিকে তামিলনাড়ুর ভেলোর লোকসভার ভোটগ্রহণ আপাতত হচ্ছে না। নির্বাচন কমিশনের এ সংক্রান্ত সুপারিশে বুধবার সম্মতি দেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন ভেলোরে নির্বাচন আপাতত বন্ধ রাখার সুপারিশ করে। কমিশনের এই নির্দেশের পরই আদালতের দ্বারস্থ রাজ্যের শাসক দল এআইএডিএমকে। মাদ্রাজ হাইকোর্টে বুধবার কমিশনের নির্দেশের বিরুদ্ধে আপীল করেন ভেলোর কেন্দ্রের এআইএডিএমকে প্রার্থী এসি শানমুগাম। লোকসভা নির্বাচনে প্রয়াত জয়ললিতার দল এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। এদিকে ডিএমকের কোষাধ্যক্ষ দুরাই মুরুগানের বাড়ি ও তাদের মালিকানায় থাকা কিংসটন মেডিক্যাল কলেজ থেকে সম্প্রতি বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে দেশটির আয়কর দফতর। এ জন্য ভেলোরের নির্বাচন আপাতত বন্ধের সিদ্ধান্ত নেয় কমিশন। এই পরিস্থিতিতে ওই কেন্দ্রে ভোট চেয়ে পাল্টা চাপের কৌশল নিয়েছে প্রতিপক্ষ এআইএডিএমকে। ওই সময় নগদ অর্থের সঙ্গে অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়। অবশ্য আয়কর দফতরের জিজ্ঞাসাবাদে মুরুগান ওই টাকার উৎস জানাতে পারেননি। ভারতের নির্বাচন কমিশন মনে করছে ভোটারদের ওপর প্রভাব বিস্তারের জন্যই ওই টাকা রাখা হয়েছিল। তাই নির্বাচনে টাকার খেলা বন্ধ করে নিরপেক্ষতা বজায় রাখতেই ভোট বাতিল করা উচিত বলে মনে করে কমিশন। ওদিকে ভারতের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। একই সঙ্গে ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ সময় শাসকদল বিজেপির প্রার্থীদের বাড়িতেও প্রচুর নগদ অর্থ রাখা হয়েছে বলে অভিযোগ করেন এম কে স্ট্যালিন। এএমএমকের বিদ্রোহী প্রার্থী টিটিভি দিনাকরনের সমর্থকের বাড়ি থেকে বিপুল অর্থ জব্দ বিষয়ে বুধবার নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে ভারতের সিনিয়র আয়কর কর্মকর্তা বি মুড়ালি কুমার বলেন, মঙ্গলবার রাত থেকে অভিযান শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত অভিযান চলে। এ সময় এএমএমকের ওই বিদ্রোহী প্রার্থীর বাড়িতে যাওয়ার সময় তার এক সমর্থক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে অবশ্য আমরা তাকে ধরে ফেলি। তারপর জিজ্ঞাসাবাদে এই তথ্য বেরিয়ে আসে। তিনি বলেন, আন্দিপাতির প্রতি ওয়ার্ডে অভিযানে আরও অর্থ জব্দ করা হয়। এরপর একদল লোক আমাদের দিকে তেড়ে আসলে পুলিশ গুলি চালায়। গুলিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় দিনাকরনের চার সমর্থককে আটক করা হয়। নির্বাচনের আগে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। নির্বাচনের সময় ভারতে টাকার খেলা নতুন ঘটনা নয়। তবে গবেষকরা বলছেন, নির্বাচনে টাকা দিয়ে ভোটারদের অতটা প্রভাবিত করা যায় না। কিন্তু কোনভাবেই দেশটির রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়ে ভোট কেনার প্রবণতা রোধ করা যাচ্ছে না।