গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা, সিলেটে গ্রাহক শুনানি ১৮ এপ্রিল

15

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট এর একসভা মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ সিলেটের আহ্বায়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা গণতন্ত্রী পার্টি সভাপতি মো. আরিফ মিয়া, ন্যাপ সাধারণ সম্পাদক এম.এ. মতিন, জাসদ সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাসান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমন, ন্যাপ এর ফজলুর রহমান, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, এমসি কলেজ এর আহ্বায়ক এম.এ. ওয়াদুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে গ্যাস সংযোগ বন্ধ ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। যা সম্পূর্ণ গণবিরোধী। বক্তারা, অবিলম্বে সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের আহ্বান জানান।
সভায় আগামী ১৮ এপ্রিল বিকাল ৪টায় সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে গ্রাহক শুনানির সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি