বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব সিলেট থেকে জাতীয় পর্যায়ে যাচ্ছে ১০৯ জন

29
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিডিবিও-সমবাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবে প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার সহ বিজয়ী শিক্ষার্থীরা।

জন্মান্ধরা কি স্বপ্ন দেখে? রাতের স্বপ্ন মানুষ সকালে ভুলে যায় কেন? ঘাম কিভাবে রক্তকে শোধন করে? বানর থেকে মানুষে বিবর্তনের কথা শোনা যায়। মানুষ থেকে বানরে বিবর্তনের কথা শোনা যায় না কেন? এমন চিন্তাকর্ষ, মজাদার, কৌতুহলী ও বুদ্ধিদীপ্ত প্রশ্নের মুখে পড়লেন শিক্ষকেরা। জীববিজ্ঞান বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিলেন আকর্ষণীয়ভাবে। জীববিজ্ঞানে নিজেদের জানার পরিধি বুঝতে এক ঘন্টার পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। আর এসব মিলে গতকাল শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বসে বিডিবিও-সমকাল বাংলাদেশ জাতীয় বিজ্ঞান উৎসবের সিলেট অঞ্চল পর্ব।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কু-ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। স্বাগত বক্তৃতা করেন সমকালের সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ। সঞ্চালনা করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা তালুকদার জেনি।
প্রশ্নত্তোর পর্বে শিক্ষকদের প্যানেল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব ইকবাল, প্রফেসর ড. মাহবুব আলম, আবু জাফর ব্যাপারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. মো. ফারুক মিয়া, সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, মদন মোহন কলেজের অধ্যাপক সুপ্তী চৌধুরী, এমসি কলেজের নেছার আহমদ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক সাহেদা আক্তার।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব সিলেট অঞ্চল পর্বের উদ্বোধন ঘোষনা করেন উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
সিলেট বিভাগের চার জেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৬ জন শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এই উৎসবে এক ঘন্টার পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ১১০ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে (নবম-দশম) ২৪২ জন ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে (একাদশ-দ্বাদশ) ১৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবে সিলেট আঞ্চলিক পর্ব থেকে জুনিয়র ক্যাটাগরিতে ৩৬ জন, সেকেন্ডারী ক্যাটাগরিতে ৩৭ জন এবং হায়ার সেকেন্ডারী ক্যাটাগরিতে ৩৬ জন জাতীয় জীববিজ্ঞান উৎসবে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করে। এদের সবার হাতে মেডেল, সনদ ও উৎসবের টি-শার্ট তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, গত শতাব্দি ছিল পদার্থবিদ্যার। বর্তমান শতাব্দিকে জীববিজ্ঞানের শতাব্দি বলা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব চ্যালেঞ্জ আছে, তা মোকাবেলায় তোমরা কাজ করবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, মাদক ও দুর্নীতির মত ফেসবুক একটি বিশাল সমস্যা। ফেসবুক ইয়াবার মত এক ধরণের আসক্তি। সবমিলে সুস্থ মানসিকতার মধ্যে এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি