বালাগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপির ৬৪ নেতাকর্মী কারাগারে

41

স্টাফ রিপোর্টার :
বালাগঞ্জের নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৪ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই মামলায় আসামীরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
জেলে প্রেরণকৃত আসামীরা হচ্ছেন- সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান (৪২), ইউপি সদস্য রিয়াদ আলী (৩৫), সালেহ আহমদ (৩০), নুনু মিয়া (৩২), সেবুল মিয়া (৪৫), মাসবুক আহমদ (৩৮), তোফায়েল আহমদ (৩৫), শহিদ মিয়া (৩৫), রাজিব মিয়া (২৮), আজম আলী (৫৫), শাহরিয়ার আহমদ (৩০), মিনুর মিয়া (৪০), উসমান আলী (৩৫), আবদাল মিয়া (৩৬), কাপ্তান ময়িা (৫০), ছোয়াব আলী (৫২), আপ্তাবুজ্জামান (৪০), আলী হোসেন (৩০), সফিক মিয়া (৬০), হেলাল মিয়া (৩৮), ইসমাইল মিয়া (৪৫), ফয়ছল আহমদ (৩০), আজম আলী (৬২), আকবর হোসেন (৪০), সাইফুল আলম উরফে সেফুল (৩৫), ফয়জুল হক (৩২), আজমুল হোসেন (৩২), সালেহ আহমদ (২৫), সাবুল মিয়া (৩০), খলকু মিয়া (৪০), সুমন মিয়া (৩৫), রেজাউল ইসলাম উরফে তাহিল (৩২), মনসুর (৩০), তোফায়েল আহমদ সোহেল (৩০), সাজু খান (২৮), সুমিম আহমদ (৩০), বদরুল ইসলাম জাকির (৩২), মুজিবুর রহমান (৩৮), শুভ লস্কর (২৮), কবির আহমদ (২৮), আবুল কালাম (৩০), জামাল আহমদ (৩৫), এমদাদুর জাকির (২৩), সুজন আহমদ (২৬), মুহিবুর রহমান (৩৬), বাবরু মিয়া (৪৮), সুরজ আলী (৬০), আব্দুল হাদি (৪০), আজমল আলী মাসুক (৪৫), শাহিন মিয়া (৪৮), কালাম মেম্বার (৪৫), দেলোয়ার আল হোসাইন (৩৮), এলাইচ মিয়া (৪৮), আজমান আলী (৩৪), খিজির আহমদ (৩৮), মির্জা বাছিদ (৩৮), ফখর উদ্দিন (৫০), তোফায়েল আহমদ ঝুনু (৩০), খলিলুর রহমান নানু (৪৮) ও শেখ বকুলসহ (৩২) ৬৪জন। মামলার অপর আসামীরা বর্তমানে পলাতক রয়েছেন।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত বালাগঞ্জ থানার ৬ (১২) ১৮ নং সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে গতকাল রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।