উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন যুবতীকে স্বজনের কাছে হস্তান্তর

43
উদ্ধার হওয়া মাসসিক ভারসাম্যহীন যুবতী।

স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়া করেরপাড়ায় মানসিক ভারসাম্যহীন উদ্ধার হওয়া যুবতীকে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করেছে জালালাবাদ থানা পুলিশ। গতকাল সোমবার যুবতীর ভাই মো: মেহেদী হাসানের কাছে তাকে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া যুবতী নরসিংদী জেলার রায়পুর থানার আমীরগঞ্জ ইউনিয়নের আগানগর গ্রামের মো: আজিজুর রহমানের কন্যা মোচ্ছা: হাজেরা আক্তার (২০)।
পুলিশ জানায়, গত ১৭ ফেব্র“য়ারী রাত আড়াই টার দিকে আখালিয়া করেরপাড়া পয়েন্ট সংলগ্ন লোকনাথ মন্দির এর পাশে মোছাঃ হাজেরা আক্তারকে মানসিক বিকারগ্রস্থ অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে তাকে উদ্ধার করে জালালাবাদ থানা নিয়ে যাওয়া হয়। অতঃপর মেয়ের সহিত আলোচনা করে তার উপরোক্ত নাম ঠিকানা পাওয়া যায় পুলিশ। পরবর্তীতে অফিসার ইনচার্জ জালালাবাদ থানা বিষয়টি নিয়ে নরসিংদী জেলার রায়পুরা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করে মেয়ের আত্মীয় স্বজন খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করেন। গতকাল সোমবার মানসিক বিকারগ্রস্থ মোছাঃ হাজেরা আক্তার এর আপন ভাই মোঃ মেহেদী হাসানের কাছে জালালাবাদ থানার সাধারণ ডায়েরী নং-৭৮১ মূলে তাকে হস্তান্তর করা হয়।