বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

59
কমিশনার-সম্পাদক।

বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক কাউন্সিলের ২৩তম বার্ষিক (ত্রৈ-বাষিক) সাধারণ সভা ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, গোলাপগঞ্জ, সিলেটে সম্পন্ন হয়েছে। কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্কাউটদের মধ্যে মানবিক গুণাবলীর পাশাপাশি নৈতিক মানসম্পন্ন মানুষ হওয়ার শিক্ষা প্রসারের আহবান জানান। তিনি বলেন, স্কাউটিং দক্ষ নেতা সৃষ্টি করে। আর দক্ষ ও সঠিক নেতৃত্বই স্কাউটিং কার্যক্রম গতিশীল করতে পারে। বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি প্রবীণ স্কাউটার এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আঞ্চলিক কোষাধ্যক্ষ স.ব.ম দানিয়ালের সঞ্চালনায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছিরুল হক শাহীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। স্কাউটার মোহাম্মদ মোঃ ময়ুব আলীর কোরআন তেলাওয়াত, প্রমথ সরকারের গীতা পাঠ ও রতন কুমার চাকমার ত্রিপিটক পাঠের মাধ্যমে সূচীত কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সম্পাদক মোঃ মহিউল ইসলাম। উদ্বোধন পর্ব শেষে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড (রৌপ্য ব্যাঘ্র) প্রাপ্ত আঞ্চলিক কমিশনার মুবিন আহমদ জায়গীরদার ও ২য় সর্বোচ্চ অ্যাওয়ার্ড (রৌপ্য ইলিশ) প্রাপ্ত সাবেক আঞ্চলিক উপ-কমিশনার (গবেঃ ও মূল্যাঃ) ইসমাইল আলী বাচ্চুর হাতে ক্রেস্ট এবং শ্রেষ্ঠ প্যাক মিটিং বাস্তবায়নকারীদের হাতে সনদ ও প্রাইজবন্ড তুলে দেন প্রধান অতিথি।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৫জন সহ-সভাপতি পদে যথাক্রমে উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্ত, সিলেট অঞ্চল, উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগ, সিলেট, এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিরাজ মাধব চক্রবত্তী মানস ও মঞ্জুর কাদির শাফি এলিম, কমিশনার পদে মুবিন আহমদ জায়গীরদার (সুপারিশকৃত), কোষাধ্যক্ষ পদে স.ব.ম দানিয়াল, সম্পাদক পদে মোঃ মহিউল ইসলাম (মুমিত), যুগ্ম সম্পদাক পদে ইসমাইল আলী বাচ্চু, আঞ্চলিক প্রতিনিধি পদে ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, কাউন্সিলর প্রতিনিধি পদে মোঃ শমশের আলী ও সৈয়দ আব্দুল মুনিম রিমন এবং লিডার ট্রেনার প্রতিনিধি পদে আব্দুল আজিজ এলটি ও বদরুন নাহার এলটিকে মনোনীত করা হয়। কাউন্সিলে সিলেট অঞ্চলের জেলা সম্পাদক, কমিশনার ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি