সংবাদ সম্মেলনে কানাইঘাট আওয়ামীলীগ ॥ নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেফতারের দাবী

45

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে বিএনপি-জামায়াত ও জোট জমিয়তের নেতাকর্মীরা নির্বাচনের দিন ও পরবর্তী আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে বলে দাবী করেছেন কানাইঘাট উপজেলা নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকাল ৩ টায় কানাইঘাট বাজারে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগ ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লুৎফুর রহমান। এ সময় তিনি বলেন, কানাইঘাটে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ ও বিএনপি নেতা নিজাম উদ্দিনসহ কয়েক জনের হুকুমের নির্দেশে নির্বাচনের পূর্ব থেকে পরবর্তী সময় পর্যন্ত তাদের সন্ত্রাসী নেতাকর্মীরা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করে বলেন, গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় উপজেলার সুরইঘাট বাজারে নৌকার নির্বাচনী অফিসে বোমা হামলা, নির্বাচনের দিন সকাল ১১ টায় নিজ চাউরা ভোট কেন্দ্রে তারা আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা করে এমনকি ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বড়কান্দি গ্রামের আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান ও তার সন্তানদের উপর হামলা করা হয়। এছাড়াও কালীনগর, মনসুরিয়া, বায়মপুর, গোসাইনপুর, ছোট দেশ, উমরগঞ্জ, হারাতৈল ভোট কেন্দ্রে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের এ হামলায় পূর্ব আগফৌদ গ্রামের মাহমুদ হোসেনের পুত্র আব্দুর রহমান, ইউসুফ আলীর পুত্র হরুহুনা, বড়কান্দি গ্রামের মৃত বশির আহমদের পুত্র মখলিছ আহমদ, ইব্রাহিম আলীর পুত্র খলিল আহমদ, খলিল আহমদের পুত্র গিয়াছ আহমদ, সেবুল আহমদ, হারাতৈল গ্রামের তৈয়ব আলীর পুত্র হারিছ উদ্দিন, জামিল আহমদ, হোসেন আহমদের পুত্র এম কাওসার আহমদ, কাজির পাতন গ্রামের ওয়াজিদ আলীর পুত্র শাহিন আহমদ, সামাদ মিয়ার পুত্র আলী আহমদ, আব্দুল হকের পুত্র জলিল আহমদ গুরুতর আহত হন। তাদের মধ্যে অনেকেই সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে উপজেলা আ’লীগের আহ্বায়ক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। গতকাল সোমবার ভাটিবারাপৈত গ্রামের দুলন চন্দ্রের বাড়ি, দুর্গাপুর সরুফৌদ গ্রামের কৃষ্ণ বাবু দাসের বাড়িতে হামলা করে পূর্ণিমা দাস, রুহিত দাস, সঞ্চয় দাসকে আহত ও আওয়ামীলীগ কর্মী শরীফ উদ্দিনের দোকান ভাংচুর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িত বিএনপি, জামাত ও জোট জমিয়তের সন্ত্রসীদের গ্রেফতারের দাবী জানান তারা। অন্যথায় প্রশাসন এর দায়ভার বহন করবে। সংবাদ সম্মেলনে উৎসব মুখর ভোটে বিপুল ভাবে সর্বস্তরের ভোটাররা আ’লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদারকে বিজয়ী করায় জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ কানাইঘাট-জকিগঞ্জ বাসীকে অভিনন্দন জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সচিব অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রিংকু চক্রবর্তী, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি’র চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, চতুল ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুবশি^র আলী, আওয়ামীলীগ নেতা হুসেন আহমদ, জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক গিয়াছ উদ্দিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আ’লীগ নেতা কাউন্সিলর মাসুক আহমদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুক আহমদ, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন জাকারিয়া, বড় চতুল ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ জামিল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।