গোলাপগঞ্জে গৃহবধূর মামলায় সৎ শাশুড়ি, দেবর ও ননদ গ্রেফতার

157

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে গৃহবধূর মামলায় সৎ শাশুড়ি, দেবর ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পনে ২টায় গোলাপগঞ্জ মডেল থানার ওয়ারেন্ট অফিসার এসআই শংকর সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ কানিশাইল গ্রামের মোবারক আলীর স্ত্রী ও গৃহবধূর সৎ শাশুড়ি ছয়ফুল বেগম (৫০), ননদ ইমা বেগম, দেবর সুলতান আহমদ ও নাসির আহমদ।
জানা যায়, গৃহবধূর স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন থেকে সৎ শাশুড়িসহ গ্রেফতারকৃতরা গৃহবধূকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিল। সৎ শাশুড়ি, দেবর ও ননদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মোবারক আলীর ছেলে কুয়েত প্রবাসী ছালেখ মিয়ার স্ত্রী পপি বেগম (২৬) বাদী হয়ে ১৫/১০/২০১৮ইং সিলেটর একটি পারিবারিক আদালতে মামলা করেন। মামলা নং-৮২। ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের ৪জনের গ্রেফতারী পরোয়ানা ওয়ারেন্ট জারি করেন। তারা ওই মামলায় পলাতক ছিল। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে ওই গৃহবধূ পপির ৪ বছর ও দুই বছরের দুটি সন্তান নিয়ে পিতার বাড়ী গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির ডামপাল গ্রামে দিন কাটাচ্ছেন। গ্রেফতারকৃত আসামীদের ওয়ার্ড মেম্বার ঢাকাদক্ষিণ ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার নিজাম উদ্দিন বলেন, প্রায় দেড় মাস আগে চেয়ারম্যানসহ আরো ১জন ইউপি সদস্য নিয়ে আমরা বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করার চেষ্টা করি। বৃহস্পতিবার রাতে শুনছি মোবারক আলীর স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।