নাট্যমঞ্চ সিলেটের গৌরবের ২৮ বছর পূর্তি আজ

26

সিলেটের প্রতিশ্র“তিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট আজ শুক্রবার গৌরবের ২৮ বছর পূর্ণ করছে। অপসংস্কৃতি নয়, জাতীয় সংস্কৃতির বিকাশ এই শ্লোগানে ১৯৯০ সালের উত্তাল সময়ে ৭ ডিসেম্বর সিলেটের কয়েকজন তরুণ নাট্যকর্মীর সমন্বয়ে নাট্যমঞ্চ সিলেট যাত্রা শুরু করে। দীর্ঘ পথচলায় নাট্যমঞ্চ সিলেট বেশকিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান আয়োজন করেছে। জাতীয় নাট্যোৎসব, জাতীয় পথনাট্যোৎসব আয়োজন ছাড়াও নিয়মিত নাটক মঞ্চায়ন ও জাতীয়ভাবে একাধিক নাট্যোৎসবে অংশগ্রহণ করেছে।
গৌরবের ২৮ বছর পূর্তি উপলক্ষে আজ ৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, পথনাটক আয়োজন করেছে। নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার এক বিবৃতিতে সিলেটের সকল নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ীকে নাট্যমঞ্চের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি