ছাত্র মৈত্রী’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

24

ঐক্য, সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৬ ডিসেম্বর বৃহস্পতিবার। মেহনতী জনতার সন্তানদের অধিকার আদায়, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা, সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার নিরন্তর লড়াইয়ে সাহসী সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী।
১৯৮০ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনা ও মেহনতী সন্তানদের শিক্ষা ব্যবস্থা ও অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ছাত্র মৈত্রী। তারই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর ৩৮তম বর্ষে পদার্পণে যাচ্ছে ছাত্র মৈত্রী। সারাদেশের ন্যায় সিলেটে জেলা কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উযদাপিত হবে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটি উদ্যোগে কার্যালয়ের সামান থেকে নগরীতে বিকাল ৩টা বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালি শেষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সফল ও স্বার্থক করার জন্য ছাত্র মৈত্রী সর্বস্তরের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের জনতাকে অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জেলা কমিটির সভাপতি স্বপন দাস ও সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী। বিজ্ঞপ্তি