কমলগঞ্জে বানভাসিদের সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মতবিনিময়

38

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ১১ তম ব্যাচের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বানবাসীদের সাথে মতবিনিময়ে মিলিত হয়েছেন। কমলগঞ্জ পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় ধলাই নদীর নিকটবর্তী করিমপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কর্মকর্তা মো. আশরাফ আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী দলের দলনেতা কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ। উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম, পাবনা জেলার সাথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।