দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের মাজার জিয়ারত ও আলোচনা সভা ॥ বঙ্গবীর ওসমানী ষোল কোটি মানুষের আত্মার আত্মা

37

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর শততম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার (৩১ আগষ্ট) বাদ জুম্মা মাজার জিয়ারত ও বিকাল ৩টায় লাউয়াইস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার বলেছেন, ইতিহাসের পাতা থেকে বঙ্গবীর ওসমানীর নাম মুছে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে। পাকিস্তানী, হিন্দুস্থানী ঘষেটি, বেগম খালেদা, হাসিনারা বাংলার ক্ষণজন্মা বীর পুরুষ বঙ্গবীর ওসমানীকে সম্মান করেনি। তাতে কি হয়েছে। ষোল কোটি মানুষের আত্মার আত্মা বঙ্গবীর ওসমানী। ইতিহাসের পাতা থেকে নাম মুছতে চাইলেও মুছা যায় না। তিনি বাংলার ইতিহাসে চির অমর।
দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা ডা. সৈয়দ শাহানুরের সভাপতিত্বে ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শাহীন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠক আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুব সংগঠক জাহাঙ্গীর খান, জুবের আহমদ শাহিন, রুবেল আহমদ, লাহিন তালুকদার, নাইম রেজা তুহিন, সৈয়দ মাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি