ঈদের ছুটি ৫ দিন!

47

কাজিরবাজার ডেস্ক :
ঈদুল আযহায় পাঁচদিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগষ্ট ঈদুল আজহা উদযাপিত হবে।
হিজরি জিলহজ্ব মাসের ১০ তারিখে মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা পালিত হয়।
এবার জিলক্বদ মাস ২৯ দিন ধরে ঈদুল আযহার ছুটি নির্ধারণ করে তালিকা তৈরি করা হয়েছে। জিলহজ্ব মাস শুরু হবে ১৩ আগষ্ট। এ তালিকা অনুযায়ী ঈদুল আযহা উদযাপিত হবে ২২ আগষ্ট। এ ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২১, ২২ ও ২৩ আগষ্ট। এরপর ২৪ ও ২৫ আগষ্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন। তাই মোট ছুটি দাঁড়ায় পাঁচদিন।
তবে ২৯ জিলক্বদ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে হজ্বের মাস জিলহজ্ব শুরু হবে ১৪ আগষ্ট। ঈদুল আযহা একদিন পিছিয়ে হবে ২৩ আগষ্ট। সে ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২২, ২৩ ও ২৪ আগষ্ট। ২৪ আগষ্ট ঈদের ছুটির একদিন পড়বে সাপ্তাহিক ছুটির মধ্যে। এরপর ২৫ আগষ্ট শনিবার আরও একদিন সপ্তাহিক ছুটি থাকবে। এ ক্ষেত্রে মোট ছুটি দাঁড়াবে চারদিন।
দুই ঈদের তিনদিনের ছুটির ক্ষেত্রে ঈদের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।
ঈদের ছুটির বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ঈদুল আযহার ছুটি নিয়ে আমাদের বিশেষ কোনো চিন্তা নেই। যেভাবে ছুটির পরিকল্পনা করা আছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেভাবেই ছুটি ভোগ করবেন।