আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশ খতিয়ে দেখছে সরকার -ওবায়দুল কাদের

44

কাজিরবাজার ডেস্ক :
শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশ রয়েছে কিনা তা সরকার খতিয়ে দেখছে জানিয়ে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২ আগষ্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবির অধিকাংশ মেনে নেওয়াও হয়েছে। তাই তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্যে সোমবার মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইনের সংশোধনী আনা হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নৌমন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। ক্ষমাও চেয়েছেন। সে কারণে এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। শিক্ষার্থীদের দাবিগুলো আমরা বিবেচনায় নিয়েছি। তবে আইনগত বিষয়গুলো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য একটু সময় লাগবে।
ওবায়দুল কাদের বলেন, দু’জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পরে আমরা বিষয়টি আমলে নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেই গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নেওয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর প্রতি পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে।
সরকার বিষয়টি গভীরভাবে বিবেচনায় নিয়েছে বলেও জানান।