মেয়র প্রার্থী আবু জাফরের আনুষ্ঠানিক গণসংযোগ শুরু

52

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি – বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর বুধবার (১০ জুলাই) সকালে মই প্রতীক বরাদ্দের পর বিকেলে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
বিকেল ৩টায় কোর্ট পয়েন্টের আনুষ্ঠানিক পথসভায় মেয়র প্রার্থী আবু জাফরের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আবু জাফর।
মেয়র প্রার্থী আবু জাফর বলেন, সিলেট সিটিকে মানুষের বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিপিবি-বাসদ মেয়র প্রার্থী দিয়েছে। শ্রমিকদের দাবি দাওয়া পুরণ সহ খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ ও সিলেট নগরীকে একটি মডেল নগরীতে রূপান্তর করতে আগামী নির্বাচনে মই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি নগরবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালবাসা প্রত্যাশা করেন।
কোর্ট পয়েন্টে পথ সভা শেষে গণ সংযোগ করে চৌহাট্টা পয়েন্ট ও আম্বরখানা পয়েন্টে আর দুটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভাগুলোতে আর বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: বীরেন্দ্র চন্দ দেব, বাসদ মৌলভীবাজার জেলার সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন, তেল-গ্যাস-বিদ্যুত বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির হবিগঞ্জ জেলার সদস্য সচিব নূরুল হুদা শিবলী, বাসদ নেতা চৌধুরী ফয়সল আহমদ শোয়েব, বদরুল ইসলাম, সিপিবি সিলেট জেলার সহ সম্পাদক খায়রুল হাছান, উদীচি জেলা সাধারন সম্পাদক রতন দেব, চারণ জেলা আহবায়ক নাজিকুল ইসলাম রানা, যুব ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক নিরন্জন দাশ খোকন, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন জেলা নেতা নাবিল এইচ প্রমুখ। বিজ্ঞপ্তি