সরকারি টিচার্স ট্রেনিং কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনকালে ড. জাফর ইকবাল ॥ বিজ্ঞান নিয়ে গবেষণা করার মত আনন্দ অন্য কোথাও নেই

67

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক শাবিপ্রবির প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বিজ্ঞান নিয়ে গবেষণার করার মত আনন্দ অন্য কোথাও নেই। যারা বিজ্ঞান জানে না, তারা জীবনকে উপভোগ করতে পারে না। জ্ঞান অর্জন শুধু মুখস্ত বিদ্যার মাধ্যমে সীমাবদ্ধ রাখলে হবে না, বিশ্লেষণ ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের জানার পরিধি বাড়াতে হবে। এজন্য বেশি বেশি বই পড়ার বিকল্প নেই। এর মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনা করার শক্তি বৃদ্ধি পাবে। শিক্ষকদেরকেও শিক্ষার্থীদের মন-মানসিকতা বুঝে পাঠদান করতে হবে, এতে করে শিক্ষার্থীরা ভালোভাবে লেখা পড়ার মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর ও মধুময় করে তুলতে পারবে।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর উদ্যোগে সেন্টার অব এক্সেলেন্স ইন সায়েন্স-এর অধীনে ৩ দিন ব্যাপী বিজ্ঞানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসবাহুদ্দীন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর, শিক্ষাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আরিফ হোসেন চৌধুরী, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমেদ।
কলেজের সহকারী অধ্যাপক রিজওয়ানা মতিন ও প্রভাষক বিধান চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী, কামালবাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মনোয়ার আলী, হাজার মোকাম উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর-এর প্রধান শিক্ষক জালাল উদ্দিন। তিনদিন ব্যাপী এই বিজ্ঞানমেলায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজসহ সিলেট বিভাগের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি