শিক্ষক সমিতি জেলা শাখার নব-গঠিত কমিটির প্রথম সভা ॥ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সকল দাবী মেনে নেয়ার আহবান

61

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে নবÑগঠিত কমিটির প্রথম সভা ৬ মার্চ মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুরস্থ সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদের সভাপতিত্বে ও সচিব, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজÑএর সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতি সিলেট জেলার সহÑসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুল মালিক, সহÑসভাপতি ও কানাইঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: জার উল্লাহ, সহ-সভাপতি ও জৈন্তাপুর উপজেলার সভাপতি বিজন চন্দ্র দাস, সহÑসভাপতি মো: আজির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: রফিকুল আলম, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মনসুর আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: রমজান আলী, সহÑসভাপতি মো: বেলাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সহÑসভাপতি মো: জিয়া উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা সচিব সুজা মো: জাকারিয়া, জকিগঞ্জ উপজেলার সচিব মহিউদ্দিন হায়দার, দক্ষিণ সুরমা উপজেলা সচিব গোলাম মোস্তফা, যুগ্ম সচিব দীলিপ লাল রায়, হারুনুর রশীদ, অর্থ সচিব নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব আজিজুর রহমান মুক্তা, প্রচার সচিব, গোলাম মোস্তফা কামাল, যুগ্ম শিক্ষা সচিব মাওলানা নিজাম উদ্দিন, সমাজকল্যাণ সচিব আহমেদুল কবির, প্রকাশনা সচিব মাহবুবুল হক, আইনবিষয়ক সচিব মিসবাউর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑ অধ্যক্ষ আব্দুল মুক্তাদির, অধ্যক্ষ আবু ইউসুফ, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, প্রধান শিক্ষক রতিশ চন্দ্র তালুকদার, প্রধান শিক্ষক নুরুদ্দিন, প্রধান শিক্ষক এখলাসÑই এলাহি, প্রধান শিক্ষক নুরুল আমিন, প্রধান শিক্ষক আব্দুশ শহীদ, প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, শিক্ষক মো: মকব্বির আলী, শিক্ষক জ্যোতির্ময় পাল, শিক্ষক আব্দুল মুয়িদ চৌধুরী, শফির আহমদ কামাল, শিক্ষক আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকÑকর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকÑকর্মচারীদের চাকুরী জাতীয়করণসহ বার্ষিক ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ চিকিৎসা ভাতা প্রদান করতে, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে বেসরকারী শিক্ষকÑকর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে অবিলম্বে পূর্ণাঙ্গ পেনশন চালু করতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে সরকারের প্রতি জোর দাবি জানানো হয় ও আগামি ১১ মার্চ থেকে অবিরাম কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয় এবং ১২ মার্চ জেলা সদরে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও ১৪ মার্চ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাÑসমাবেশে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি