নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক হবে পরিচ্ছন্ন মডেল রোড

31

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশার আলোকে সিলেট নগরীকে পরিচ্ছন্ন নগরীর রোল মডেল করা হবে বলে ঐক্যমত প্রকাশ করেছেন সিলেটের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। গত সোমবার রাতে সিলেট চেম্বার এর আয়োজনে চেম্বার কনফারেন্স হল রুমে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও চেম্বারের আহবানে কঊঊচ ঝণখঐঊঞ ঈখঊঅঘ ‘সিলেট হবে পরিচ্ছন্ন নগরী’ কর্মসূচীর আওতায় জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মডেল রোড হিসেবে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি থেকে কর্মসূচি শুরু হবে সভায় জানানো হয়।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজম খান, সিলেট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হায়াতুল ইসলাম আকঞ্জি, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ তোফায়েল আহমদ, ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজিক মিয়া, আব্দুর মোহিত জাবেদ, সিসিক’র নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আব্দুর রহমান রিপন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজম খান সিলেট চেম্বারের মডেল রোড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রির নির্দেশনা বাস্তবায়নে প্রথম বারের মত সিলেট নগরীর একটি রোডকে পরিচ্ছন্ন করার যে উদ্যোগ নেয়া হয়েছে তার সাথে প্রশাসনের সর্বাত্বক সহযোগীতা থাকবে। তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচী বাস্তবায়নে যা কিছু প্রয়োজন তা দিয়ে সহযোগীতা করব।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে বর্তমান শেখ হাসিনার সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তেমননি একটি পরিকল্পনা হচ্ছে পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ে তোলা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং এর সাথে একাত্মতা ঘোষণা করে সিলেটকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলতে আমরা আজ সবাই ঐক্যবদ্ধ। তিনি বলেন, যত বাধা আসুক আমরা এই কর্মসূচী বাস্তবায়ন করে সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখব। এব্যাপারে সিটি কর্পোরেশন, প্রশাসন, ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছে।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ। সেমিনারে বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, আভ্যন্তরীণ বাজার সাব কমিটির আহবায়ক ও পরিচালক নুরুল ইসলাম, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান, মার্কেট এসোসিয়েশনের নেতৃবৃন্দ রাহেল আহমদ চৌধুরী, আতিকুর রহমান, মোঃ সামছুল আলম, মোহাম্মদ এহছানুল হক তাহের, মোঃ নাজমুল হক, মোঃ আবুল কালাম, হোসেইন আহমদ, আব্দুল মুনিম মলি¬ক, মোঃ মতচ্ছির আলী।