ছাতকে বিভিন্ন মামলায় ৯ আসামিকে জেলে প্রেরণ

33

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মাদকসেবিসহ বিভিন্ন মামলায় ৯জনকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। রবিবার রাতে থানার এসআই শামীম আকঞ্জি ও এএসআই আবদুর রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ইসলামপুর ইউপির জৈন্তাপুর গ্রামের আবদুল বসরের পুত্র রেজাউর (২৮), মফিজুর রহমানের পুত্র সাবলিক (২৮), ছাতক পৌর শহরের চরেরবন্দ গ্রামের রানু মিয়ার পুত্র রুহুল আমিন (২৩), আসলাম আলীর পুত্র মামুন মিয়া (২৬), জুলাই মিয়ার পুত্র জামিল হোসেন (২৮) কে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ১৯, তাং ১৮.১২.২০১৭ইং) দায়ের করা হয়। পৃথক অভিযানে চরেরবন্দ গ্রামের খালেদ মিয়ার পুত্র আলেক মিয়া (২০), ইদ্রিছ আলীর পুত্র মিলন মিয়া (১৯), মুছলিম আলীর পুত্র রমজান আলী (১৯) ও কোম্পানীগঞ্জ উপজেলার ইসাকলস গ্রামের আবদুল কাদিরের পুত্র আমির আলী (৩৬)কে ছাতক থানায় মামলা (নং ১৮, তারিখ ১৮.১২.২০১৭ইং) দায়ের করা হয়। এ ব্যাপারে এসআই শামীম আকঞ্জি জানান, ছাতক হাসপাতালের ষ্টোর রুমের চুরির ঘটনায় জড়িত সন্দেহে এদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি আমির আলীর স্বীকারোক্তিতে তার বর্তমান মোগলপাড়ার বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।