বেকা সিলেট ইউনিটের সভা ॥ এক্স-ক্যাডেটস্ পুনর্মিলন অনুষ্ঠান ২৯ ও ৩০ ডিসেম্বর

96

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের ১১তম মাসিক সভা ও ৩য় সাধারণ সভা গত ২ ডিসম্বর শনিবার বিকেল ৪টায় তাঁতীপাড়াস্থ এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বেকা সিলেট ইউনিটের উপদেষ্টা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, উপদেষ্টা সিলেট গ্রামার স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রেজা চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোঃ জহুরুল ইসলাম, সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ২/লেঃ (বিটিএফও) মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক সারওয়ার আলম মিতুন, মহিলা সম্পাদিকা লাভলী হক ডলি, যুগ্ম সম্পাদক সিলেট ফায়ার সার্ভিস এন্ড দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সপেক্টর মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, নির্বাহী সদস্য এম এ মতিন, শামীম আহমদ, মোঃ আমিনুল ইসলাম, কো-অপ্ট সদস্য দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক বিএনসিসি’র প্লাটুন কমান্ডার মোঃ মজির উদ্দিন, মুহাম্মদ ছদরুল ইসলাম, অধির সূত্র ধর, সদস্য শাহরিয়ার আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ মুহিবুর রহমান, সৈয়দ আব্দুল হাদি মাসুম, মোঃ এহিয়া, মোঃ কামরুল হুদা, এনামুল হক এনাম, মোঃ লায়েক হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ আরিফুর রহমান, প্রভাষক মোঃ জয়নাল আবেদীন, মোঃ ফারুক হাসান সুজন, জুয়েনা আক্তার ঝুমু, ছাকি সাদেকুর রহমান, মির মোঃ সাব্বির উদ্দিন সাদেক, মাজেদ আহমদ চৌধুরী, মোঃ শাহ আলম, সায়মন মিয়া, মোঃ মোনায়েম খান প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর শুক্র ও শনিবার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক্স-ক্যাডেটস্ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের জন্য যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সাথে সিদ্ধান্ত গৃহিত হয় যে, এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ২০১৯-২০ সালের রোটারী জেলা ৩২৮২ জেলা গভর্ণর নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গৃহিত হয় যে, বেকা সিলেট ইউনিট গঠন থেকে এক্স ক্যাডেট মুক্তিযোদ্ধা সক্রিয়ভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও সংবর্ধনা দেয়া হবে।
পুনর্মিলন অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের করার জন্য বিভাস (০১৭১৫ ৮৬১৪৫৮), মুন্না (০১৭১১ ৩৯৯৯১০), আতিক (০১৭২৯ ৮৬৮৪৮), আমিনুল (০১৭১১ ০০০১৭৭), মিজান (০১৭২৩ ৩১১১৩), জাহিদ সারওয়ার (০১৬১২ ২৮৯৩৬৬), সারওয়ার (০১৭১১ ৪৬৯৭৬০), শামীম (০১৭১৭ ২৮০৬২৭), ছদরুল (০১৭১১ ০১৩০৩৭) ও বদরুল (০১৭৯৬ ৪১৫১৪১) নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি