প্রবাসীরা হচ্ছেন দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি – পরিচালক সিওমেক হাসপাতাল

28

কানাইঘাট থেকে সংবাদদাতা :
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে ও ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় অভিবাসন ও স্বাস্থ্য শীর্ষক উপজেলা স্টেকহোল্ডারদের নিয়ে এক আলোচনা সভা রবিবার সকাল ১০টায় কানাইঘাট উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ওকাপের প্রোগ্রাম ডিরেক্টর শাকিরুল ইসলামের উপস্থাপনায় উক্ত অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ.কে. মাহবুবুল হক বলেন, অভিবাসন কর্মীরা হচ্ছেন দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্সের মাধ্যমে দেশের রিজার্ভ সমৃদ্ধি হচ্ছে। নিরাপদ অভিবাসন, মানব পাচার রোধে নতুন আইন তৈরি করে কর্মস্থলে অভিবাসন কর্মীরা যেন নিরাপদে থাকেন দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত না হন। সঠিকমতো বেতন ভাতা পান তাই প্রবাসীদের অধিকার আদায়ে রাষ্ট্রকে আরো সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, প্রবাসী ভাই ও বোনরা যাতে করে কোন ধরনের যৌন রোগ, এইচআইভি/এইডস এ আক্রান্ত না হন এজন্য তাদেরকে আরো সচেতন হতে হবে। এইচআইভি আক্রান্তদের গোপনীয়তা রক্ষার মাধ্যমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। এক্ষেত্রে ইউনিসেফ ও আশার আলো নামক সংগঠন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। তিনি ওকাপ’র কার্যক্রমে ইউনিসেফ আর্থিক ভাবে সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করে এইচআইভি আক্রান্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়ের কোন কারণ নেই, আপনারা চিকিৎসা নেন ভালোভাবে বেঁচে থাকবেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাঃ দিলীপ কুমার ভৌমিক, ইউনিসেফ এর এইচআইভি বিশেষজ্ঞ ড. জিয়া উদ্দিন, ইউনিসেফ সিলেটের মাঠ কর্মকর্তা কাজী দিল আফরোজা ইসলাম, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ফয়াজ আহমদ, দীঘিরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, ওকাপ’র নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী প্রজেক্ট অফিসার রবিউল ইসলাম, ট্রেইনার ফারহানা চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার শহিদুল ইসলাম, প্রবাস ফেরত এবাদুর রহমান মজাই, আলিম উদ্দিন প্রমুখ।