শায়খ মুস্তাকিম আলী’র দাফন সম্পন্ন

37

দেশের অন্যতম প্রবীণ বুজুর্গ ও হাজার হাজার আলেমের উস্তাদ, সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, শায়খুল হাদীস Mustakim Death Picআল্লামা মুস্তাকিম আলী শায়খে মোহাম্মদপুরী গত ২৬ জুন সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন বেলা ১ টা ৫০ মিনিটের সময় গোলাগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
গত ২৭ জুন মঙ্গলবার বাদ জোহর রানাপিং মাদ্রাসা মাঠে সহস্রাধিক মুসল্লীদের উপস্থিতিতে মরহুমের জানাযা সম্পন্ন হয়। জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের সুযোগ্যপুত্র বুধবারীবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুনুর রাশীদ। জানাযা শেষে রাণাপিং মাদরাসার অদূরে তাঁর পারিবারিক  গোরস্থানে দাফন করা হয়।
জানাযার পূর্বে মাওলানা ফয়জুল হাসান খাদিমানীর পরিচালনায় মরহুমের জীবনের স্মৃতিচারণ করে তাৎক্ষণিক শোকসভা ও দোয়া মাহফিল করেন বৃহত্তর সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গণমান্য শীর্ষ ব্যক্তিবর্গ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদ পুরের মহাপরিচালক ও সিলেট জেলা জমিয়তের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, জামিয়া সুবহানীঘাট মাদ্রাসার মুহতামমি মাওলানা শফিকুল হক আমকুনী, শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ গুলমুকাপনী, রেঙ্গা ম্াদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা ফারুক আহমদ, শায়খুল হাদীস মুফতী মুজীবুর রাহমান, শায়খুল হাদীস মাওলানা জালালুদ্দীন, মুফতী সালেহ আহমদ সালিক, দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মুফতী খায়রুল ইসলাম, জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ইউনুস খাদিমানী, অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দীকি, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বির আহমদ, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক চৌধুরী, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যন মুস্তাক আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, মাওলানা বিলাল আহমদ ইমরান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা সদরুল আমীন, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা সাইফুর রাহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা এমাদুদ্দীন সালিম, মাওলানা জফির উদ্দীন, শামসীর হারুনুর রশীদ, হাফিজ ফরহাদ আহমদ, লুকমান হাকিম, মানসূর বিন সালেহ, আতিকুর রাহমান নগরী, ইয়াহয়া হামিদী, মারুফুল হাসান, হাফিজ তাহা, শাহেদ আহমদ, হাফিজ আব্দুল্লাহসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীগণ। বিজ্ঞপ্তি