বাজার থেকে এসএমসি প্লাসের সব ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

কাজির বাজার ডেস্ক

বাজারে থাকা এসএমসি প্লাসের সকল ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
সেই সঙ্গে এসএমসি প্লাস বাজারজাতকারি কোম্পানি একমির কর্ণধার তানভীর সিনহাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন। এর আগে দোষ স্বীকার করে গতকাল সকালে জামিন চান তিনি। এ সময় তানভীর সিনহা জানান, এতে তাদের দোষ নেই, কারণ তারা জানতেন না, এটার লাইসেন্স নেই।
পরে আদালত তাকে ১৬ লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বাজার থেকে সব এসএমসি প্লাস প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপদ কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান।
অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রির কথা স্বীকার করায় এসএমসি প্লাসের কর্ণধার ওয়ালিউল ইসলামের জামিন মঞ্জুর করে ১৬ লাখ টাকা জরিমানা করে বিশুদ্ধ খাদ্য আদালত।
গত মঙ্গলবার বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালত। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

মালয়েশিয়ায় প্রতারণার শিকার ৭৩৩ বাংলাদেশি শ্রমিক পাচ্ছেন আড়াই কোটি টাকা

কাজির বাজার ডেস্ক

মালয়েশিয়ার জোহরবারুতে প্রতারিত হওয়া ৭৩৩ জন বাংলাদেশি শ্রমিককে তাদের পাওনা বেতন বাবদ আড়াই কোটি টাকার বেশি প্রদান করা হবে। দেশটির শ্রম বিভাগ জানিয়েছে মোট অপরিশোধিত বেতনের পরিমাণ ১০ লাখ ৩৫ হাজার ৫৫৭ বাথ; যা বাংলাদেশি অর্থে আড়াই কোটি টাকারও বেশি।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, জোহর শ্রম অধিদফতর এখন নিয়োগকর্তাকে দায়রা আদালতে এনে শ্রম আদালতের জারি করা আদেশ কার্যকর করবে।
ফেব্রæয়ারিতে জোহরবারুতে ৭৩৩ জন বাংলাদেশি শ্রমিকের খোঁজ মেলে। তাদের প্রায় ৪ মাস ধরে বিনাবেতনে কাজ করানো হচ্ছিল এবং প্রতিশ্রæতি মতো কাজও দেওয়া হয়নি। এর আগে গত ৫ ফেব্রæয়ারি জোহর শ্রম অধিদফতর এ শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য ৪৫ দিনের সময় বেঁধে দিয়েছিল; কিন্তু সেই সময়ে নির্ধারিত টাকা পরিশোধ করেনি কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিশেষ ‘নিয়োগকর্তা পরিবর্তন প্রক্রিয়া’-এর মাধ্যমে ৬৯২ জন ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীকে এরই মধ্যে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে।
মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত: মালয়েশিয়ার অভিবাসন বিভাগ একটি মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত করেছে; যা বাংলাদেশি অনথিভুক্ত অভিবাসীদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড এবং তারপর নৌকায় করে মালয়েশিয়ায় আনার জন্য ২১, ০০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করেছে। শনিবার দেশটির সিনার হারিয়ানে দেওয়া এক সাক্ষাতকারে ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল রুসলিন জুসোহ জানিয়েছেন বৃহস্পতিবার কুয়ালালামপুরে জালান সুলতান ইসমাইলের একটি বাসভবনে অভিযান চালিয়ে সিন্ডিকেটটি শনাক্ত করা হয়।
আসছে সোবহানের লাশ: অবশেষে সরকারি খরচে দেশে আসছে মালয়েশিয়া প্রবাসী আবদুল সোবহানের লাশ। রোববার লাশ বাংলাদেশ বিমানের বিজি-৩৮৭ ফ্লাইটে আসছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাশ গ্রহণ করবেন মরহুমের ছেলে সাগর।
সোবহান ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল মর্গে প্রায় দুই মাস পড়েছিল লাশ। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে মৃত্যুর খবর জানালে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় হাইকমিশন। সোবহান কুমিল্লা জেলার নুরের জামানের ছেলে।
এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ একটি মানবপাচারকারী সিন্ডিকেট শনাক্ত করেছে। যা বাংলাদেশী অনথিভুক্ত অভিবাসীদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড এবং তারপর নৌকায় করে মালয়েশিয়ায় আনার জন্য ২১, ০০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করেছে।
শনিবার দেশটির সিনার হারিয়ানে দেয়া এক সাক্ষাতকারে ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল রুসলিন জুসোহ জানিয়েছেন বৃহস্পতিবার, কুয়ালালামপুরে জালান সুলতান ইসমাইলের একটি বাসভবনে অভিযান চালিয়ে সিন্ডিকেটটি শনাক্ত করা হয়।
পরিচালক বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের স্থানীয় সময় সন্ধ্যা ৭.০২ মিনিটের অভিযানে একটি গাড়িতে থাকা এক বাংলাদেশি ব্যক্তিকে আটক করা হয়, যে একটি পার্কিং এলাকা থেকে দ্রæত গতিতে পালানোর চেষ্টা করেছিল।
রুসলিন বলেন, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি একজন পরিবহনকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে গাড়িতে থাকা অনথিভুক্ত দুই বাংলাদেশীকে আটক করা হয়েছে।
গাড়ি থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিওিতে একটি বাসভবনে অভিযান চালানো হয়। এ সময় বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়া আরও পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
রুসলিন বলেন, অভিযানকারী দল ১০টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, নগদ ৫০০ রিঙ্গিত এবং অভিবাসীদের পরিবহনে ব্যবহৃত একটি পেরোডুয়া মাইভি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, সিন্ডিকেটের কাজ ছিল এখানে কর্মসংস্থান খুঁজছেন এমন নথিভুক্ত অভিবাসীদের আকাশপথে ভিয়েতনামে এবং তারপর স্থলপথে থাইল্যান্ডে নিয়ে যাওয়া। তারপর থাইল্যান্ড থেকে নৌকায় করে তাদের কেলান্তানে আনা হয়। ট্রান্সপোর্টার তারপর তাদের কুয়ালালামপুরের বাসভবনে নিয়ে আসা হয়।
রুসলিন বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, সিন্ডিকেটটি দুই মাস ধরে কাজ করছে। পরিবহণকারীকে ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী আইন ২০০৭-এর ধারা ২৬-এ এর অধীনে তদন্ত করা হচ্ছে। আটক ২১ থেকে ৩৮ বছর বয়সী অভিবাসীদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর অধীনে তদন্তের স্বার্থে আটকদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সৌন্দর্যের আড়ালে বিপদের ছায়া

কাজির বাজার ডেস্ক

অনিন্দ্য সুন্দর নর্দান লাইট বা অরোরা দেখতে পর্যটকদের সাধারণত মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। পাশাপাশি, তীব্র ঠান্ডায় ঘোরাঘুরির জন্য শারীরিক ও মানসিকভাবেও প্রস্তুত থাকতে হয়। কিন্তু গত সপ্তাহে বিশ্ব জুড়ে যে অকল্পনীয় রঙের বর্ণালী দেখা গিয়েছিল, তার জন্য এমন কঠিন প্রস্তুতির দরকার হয়নি। কেবল মাথা তুলে আকাশের দিকে তাকালেই মানুষ দেখতে পেয়েছে স্বপ্নের অরোরা। পৃথিবীতে মূলত উত্তর মেরুর দেশগুলোতে অরোরা দেখতে পাওয়া যায়। কিন্তু গত ১০ মে রাতে মেক্সিকো, দক্ষিণ ইউরোপ, এমনকি দক্ষিণ আফ্রিকার আকাশেও দেখা গেছে রঙিন আলোর খেলা। সবুজ, গোলাপি, বেগুনি- নানা বর্ণের উজ্জ্বল অরোরার ছবিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলো।
কিন্তু যে কারণে দেখা দিয়েছিল এমন অনন্য সৌন্দর্য, যার কারণে তৈরি হয়েছিল বিশ্বব্যাপী অরোরা, সেই সৌরঝড়ের কথা ভেবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা। এই মহাজাগতিক ঘটনার পেছনে ভয়ানক বিপদের ছায়া দেখতে পাচ্ছেন তারা।
ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) স্পেস সেফটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুয়েন্টিন ভারস্পিয়ারেন বলেন, আমাদের বুঝতে হবে, এই সৌন্দর্যের পেছনে বিপদ রয়েছে। যুক্তরাষ্ট্রের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মাইক বেটউইয়ের কথায়, আমরা সৌরঝড়ের আরও ভয়ংকর সম্ভাব্য প্রভাবের দিকে মনোনিবেশ করছি; যেমন-পাওয়ার গ্রিড ও স্যাটেলাইট অচল হয়ে যাওয়া বা নভোচারীরা বিপজ্জনক মাত্রায় বিকিরণের সম্মুখীন হওয়া।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে, গত ১০ মে বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকে বেশ কয়েকটি করোনাল ম্যাস ইজেকশনের (সিএমই)-এর ঘটনা ঘটে। সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র বেরিয়ে আসার ঘটনাকে সিএমই বলা হয়ে থাকে।
পরে এটি ‘মারাত্মক’ ভ‚-চৌম্বকীয় ঝড়ে রূপান্তরিত হয়। ২০০৩ সালের অক্টোবরে তথাকথিত ‘হ্যালোইন স্টর্মস’-এর পরে এ ধরনের ঘটনা ছিল এটিই প্রথম। ২১ বছর আগের ঐ সৌরঝড়ে সুইডেনে বø্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন ভ‚-চৌম্বকীয় ঝড়ের কারণেই গত সপ্তাহে দেশে দেশে ছড়িয়ে পড়েছিল অরোরা।
তবে সাম্প্রতিক সৌরঝড়ে ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও স্যাটেলাইট কোম্পানিগুলোর সমস্যা প্রকাশ করতে প্রায়শই সপ্তাহখানেক লেগে যায় বলে জানিয়েছেন বেটউই। তিনি বলেছেন, সৌরঝড়ের কারণে জিপিএস সিস্টেম অচল হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে কিছু স্বচালিত ট্রাক্টর কাজ করা বন্ধ করে দিয়েছিল বলে খবর পাওয়া গেছে।
বিপদ শেষ হয়নি
সূর্যের পৃষ্ঠে বিশাল বিস্ফোরণ ঘটলে তা থেকে অবিশ্বাস্য দ্রæতগতিতে প্লাজমা, বিকিরণ এবং কখনো কখনো চৌম্বক ক্ষেত্র নিক্ষিপ্ত হয়। এর প্রভাব পড়ে পৃথিবীতেও। সাম্প্রতিক সৌরঝড়টি এসেছিল পৃথিবীর আকার থেকে ১৭ গুণ বড় একটি সানস্পট ক্লাস্টার থেকে, যা এখনো সক্রিয় রয়েছে।
গত মঙ্গলবার এটি বছরের মধ্যে দেখা সবচেয়ে শক্তিশালী সৌরশিখার বিস্ফোরণ ঘটিয়েছিল। সানস্পটটি সূর্যের ডিস্কের প্রান্তের দিকে ঘুরছে। তাই আশা করা হচ্ছে, সাময়িকভাবে এর প্রভাব বন্ধ হবে। কারণ এর বিস্ফোরণগুলো আমাদের গ্রহ থেকে দূরে নিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু, মোটামুটি দুই সপ্তাহের মধ্যেই সানস্পটটি ঘুরে আবারও পৃথিবীর দিকে আসবে।
ইএসএর স্পেস ওয়েদার সার্ভিসের সমন্বয়ক অ্যালেক্সি গেøাভার জানান, এরই মধ্যে আরেকটি সানস্পট নজরে আসছে, যা আগামী দিনগুলোতে বড় ধরনের কার্যকলাপ শুরু করতে পারে। সুতরাং, সৌর কার্যকলাপ অবশ্যই শেষ হয়ে যায়নি। এই সানস্পটগুলো কতটা ভয়ানক হতে পারে বা তারা আরও অরোরা ছড়াতে পারে কি না, তা অনুমান করা কঠিন।
কিন্তু বেটউই বলেছেন, সৌর কার্যকলাপ কেবল তার প্রায় ১১ বছর চক্রের শীর্ষে পৌঁছেছে। তাই এখন থেকে আগামী বছরের শেষের মধ্যে আরেকটি বড় সৌরঝড়ের আশঙ্কা বেশি।

দীর্ঘ যুদ্ধের ঘোষণা দিয়েছে হামাস

কাজির বাজার ডেস্ক

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই সেখানে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ইসলামপন্থি এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা এ ঘোষণা দেন। শুক্রবার এক ভিডিও বার্তায় আবু উবেইদা বলেন, আমাদের জনগণের ওপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রæতিবদ্ধ। এবং একইসঙ্গে শত্রæদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত। ভিডিও বার্তায় আল-কাসেম ব্রিগেডের এই মুখপাত্র দাবি করেন, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরাইলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে। ইতোমধ্যে ইসরাইলি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধনেও সফল হয়েছে তারা। কিন্তু ইসরাইলি বাহিনী নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করছে না। প্রায় দু’সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে আইডিএফ।
ভিডিও বার্তায় এ প্রসঙ্গে তিনি বলেন, গত ১০ দিনে পুরো গাজা উপত্যকায় অন্তত ১০০ ইসরাইলি সামরিক সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আল-কাসেম ব্রিগেডের যোদ্ধারা। রাফা শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে আগ্রাসনকারী বাহিনীর তীব্র লড়াই হচ্ছে এবং শহরের পূর্বাঞ্চলে শত্রæরা পিছু হটতে বাধ্য হয়েছে। এদিকে, ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার সরু গলিপথগুলোতে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি বাহিনীর তীব্র লড়াই হচ্ছে। আর দক্ষিণে রাফার চারপাশে জড়ো হওয়া ইসরাইলি ট্যাংকগুলোতে হামাসের যোদ্ধারা হামলা চালিয়েছে।
বাসিন্দারা জানিয়েছেন, গাজার ঐতিহাসিক আটটি শরণার্থী শিবিরের মধ্যে বৃহত্তম জাবালিয়ার কেন্দ্রস্থলের বাজার এলাকায় ইসরাইলি বাহিনীর সাঁজোয়া বহর ঢুকে পড়েছে, তাদের এগিয়ে যাওয়ার পথে বুলডোজারগুলো বাড়ি, দোকানসহ যা পড়ছে সব গুড়িয়ে দিচ্ছে। ভিডিও কলে পশ্চিম জাবালিয়ার বাসিন্দা আয়মান রজব রয়টার্সকে বলেন, বিমান ও ট্যাংকগুলো আবাসিক এলাকা, মার্কেট, দোকান, রেস্তোরাঁসহ সবকিছু গুড়িয়ে দিচ্ছে। ইসরাইল জানিয়েছিল, গাজা যুদ্ধের প্রথমদিকেই তাদের বাহিনী জাবালিয়া পরিষ্কার করে ফেলেছিল, কিন্তু হামাসের যোদ্ধাদের ফের সংঘটিত হওয়ার প্রচেষ্টা রুখে দিতে গত সপ্তাহে আবার তাদের বাহিনী সেখানে ফিরেছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত কয়েকদিনে তাদের সেনারা জাবালিয়ায় ৬০ জনেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং একটি ‘ডিভিশনাল পর্যায়ের অভিযানে’ অস্ত্র গুদাম খুঁজে পেয়েছে। ডিভিশনাল পর্যায়ের অভিযানে সাধারণত কয়েক হাজার সেনা সম্বলিত বেশ কয়েকটি ব্রিগেড অংশ নিয়ে থাকে, তাতে এটি গাজা যুদ্ধের অন্যতম বৃহত্তম অভিযানের রূপ নিয়েছে। আইডিএফ বলেছে, ৭ম ব্রিগেডের নিয়ন্ত্রণ কেন্দ্র বহু বিমান হামলা পরিচালনা করেছে, এতে শত্রæরা ধ্বংস হওয়ার পাশাপাশি তাদের অবকাঠামো ধ্বংস হয়েছে।
মিশরের সীমান্তবর্তী রাফার আকাশে ঘন ধোঁয়ার কুÐুলী উঠছিল। এখানে বাড়তে থাকা ইসরাইলি হামলার কারণে শহরটি থেকে কয়েক লাখ মানুষ পালিয়ে গেছে। গাজার অপেক্ষাকৃত নিরাপদ শহরগুলোর মধ্যে অন্যতম ছিল রাফা। জেনিভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র জিনস লার্কে বলেছেন, লোকজন আতঙ্কিত হয়ে আছে আর পালানোর চেষ্টা করছে।

উপজেলা নির্বাচনে প্রতি ৪ জনের ১ জন ঋণগ্রস্ত : টিআইবি

কাজির বাজার ডেস্ক

ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিনগুণ। একই সঙ্গে প্রতি চারজন প্রার্থীর একজন ঋণগ্রস্ত প্রার্থী রয়েছেন। মোট প্রার্থীর মধ্যে ১৩ দশমিক ১৩ শতাংশ প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য জানায় সংস্থাটি।
টিআইবি জানায়, দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী এক হাজার ৮১১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২৩৫ জন, ভাইস চেয়ারম্যান ১৬৭ জন, নারী ভাইস চেয়ারম্যান ৬০ জনসহ মোট ৪৬২ জন প্রার্থী ঋণগ্রস্ত।
উপজেলা নির্বাচনে প্রার্থীদের তথ্য বিশ্লেষণে টিআইবি জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে ৫ বছরে চেয়ারম্যান প্রার্থীর আয় বেড়েছে প্রায় ১১ হাজার শতাংশ। এইক্ষেত্রে দেখা যায় অস্থাবর সম্পদ বেড়েছে সাড়ে ১১ হাজার স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার ১২ হাজার চারশত শতাংশ।
গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩১০.৯৪ কোটি টাকার ঋণ নিয়ে ঋণগ্রস্ত প্রার্থী তালিকার শীর্ষে আছেন নেত্রকোনার পূর্বধলার চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান। দ্বিতীয় অবস্থানে রয়েছে ৯৯.১৫ কোটি টাকার ঋণ রয়েছে কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান। তিন নম্বরে পিরোজপুরের নেছারাবাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহাগ মিয়া, তার ঋণ ৩৫.৮৭ কোটি।
টিআইবি তাদের বিশ্লেষণে জনায়, পদে না থাকাদের তুলনায়, থাকাদের আয় ও সম্পদ বেড়েছে অনেক বেশি।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনে একদলীয় প্রভাব রয়েছে। অধিকাংশ প্রার্থী এক দলের। এটাকে সুস্থ গণতন্ত্র বলা যায় না। এটি রাজনৈতিক আদর্শের কোন প্রতিযোগিতা নয়, এটা ক্ষমতার দ্ব›েদ্বর প্রতিযোগিতা।’

 

বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সিলেটে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ, ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি। শনিবার ও রবিবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শনিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের বাইপাস এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রসুলপুর মাতাইন গ্রামের মৃত কবির হোসেনের ছেলে আজিজুল হাকিম (২২) ও রসুলপুর সমাজকল্যাণ বাজার এলাকার কবির মিয়ার ছেলে মাসুদ রানা(২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ও ৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, সিলেট জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশের অভিযান চালিয়ে ৬১৫ বোতল ভারতীয় মদ সহ ৮ কেজি গাঁজা আটক করে। পুলিশ সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে ভারতের মুক্তাপুর হতে ডিবিরহাওর ডিবিরহাওর কদমখাল রোড দিয়ে প্রতিদিনের ন্যায় একটি জীপগাড়ি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে আসছে স্থানীয় তিনজন ভারতীয় মটর সাইকেল ও মাদক ব্যবসায়ী।
সংবাদের পরিপ্রেক্ষিতে ১৯ মে রবিবার গভীর রাত ২টায় ডিবির হাওর কদমখাল রোডে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মো. আশরাফুল আলম, এএসআই দ্বীপক সূত্রধর কনস্টেবল সুলতান, মামুন, সেলিম সহ সঙ্গীয় অন্যান্য ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একটি সাদা রংয়ের জীপ গাড়িকে সিগন্যাল দিলে চালকসহ অজ্ঞাতনামা ৩জন মাদা ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সহ গাড়ীরেখে দৌড়িায়ে পালিয়ে যায়। পরে পুলিশ জীপগাড়িতে তল্লাশী চালিয়ে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ ও ৮কেজি গাঁজা উদ্ধার ও জীপগাড়ি আটক করে থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ ও ৮কেজি গাঁজা উদ্ধার ও জীপগাড়ি আটক করে থানায় নিয়ে আসে। মাদক আটকের ঘটনায় আজ্ঞাতনামা ৪জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪ (গ)/১৯(খ)/ ৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃতঃ আব্দুল খালেকের পুত্র মোঃ আক্কাস মিয়া (৩৫), ডালিয়া গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মোঃ মুসাদ উল্লাহ উরুফে মোশারফ (৩০), বাঁশতলা গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র মোঃ রাব্বানী মিয়া (৩৩)।
শনিবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকা বাঁশতলা কলোনী হকনগর শহীদ স্মৃতি সৌধ এলাকায় অভিযান চালিয়ে তিন পুরিয়া গাঁজা ও ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে আটক করে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা। এ সময় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃত সাজিদ মিয়ার পুত্র মোঃ সোনায় মিয়া (২৬)পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বাঁশতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তফসির তরফদার জানান, হকনগর শহীদ স্মৃতি সৌধ এলাকায় বিক্রির উদ্দেশ্যে গাঁজা ও ইয়াবা নিয়ে যাচ্ছিল ছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, বিজিবির অভিযানে আটককৃত মাদকদ্রব্য ও তিন জন কারবারিকে থানাতে হস্তান্তের পর পলাতক সহ ৪জনকে অভিযুক্ত করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সুনামগঞ্জের কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ২৫০ জন কৃষি উদ্যোক্তার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সিলেট বিভাগের পরিচালক আমিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক, কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।
এ সময় বক্তারা জানান, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এই কৃষকরাই দেশের মূল চালিকাশক্তি।
বর্তমান সময়ে কৃষককে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদের সময়োপযোগী করে তুলতে হবে।
সেইসঙ্গে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে।
এজন্য উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা দরকার। আমরা ইউসিবি কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের সহযোগিতা করতে চাই। আমরা আমাদের ব্যাংককে কৃষি উদ্যোক্তা-বান্ধব ব্যাংকে পরিণত করতে চাই। এ ছাড়াও প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

মৌলভীবাজারে মহানবী (স.)-কে নিয়ে কটুক্তির দায়ে যুবক গ্রেফতার

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের কাজিরবাজার এলাকার বেখামুড়া গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করে ও গালি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সৌরভ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পশ্চিম বেকামুড়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৌরভ আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের ৫নং ওয়ার্ডের প্রদীপ দাসের ছেলে।
এদিকে, এ বিষয়কে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। অনেকেই ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে অভিযুক্ত সৌরভের বাড়িতে হামলার চেষ্টা চালান। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও অভিযুক্ত সৌরভের প্রতিবেশী মনা মিয়া জানান, শনিবার রাতে এলাকাবাসীর অনেকেই এসে সৌরভের খোঁজ নেন। প্রথম দিকে আমরা কিছু টের পাইনি তবে এর কিছুক্ষণ পর জানতে পারলাম সে ফেসবুকে মহানবী (সা.) এর নামে কটুক্তি করেছে, তাই অনেকেই তাকে আক্রমণ করার জন্য খোঁজছে। এ ঘটনার খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষনিক এলাকার চেয়ারম্যান মেম্বারসহ তার পরিবারের লোকজনদের জানাই। পরবর্তীতে চেয়ারম্যান সাহেব পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযুক্ত সৌরভকে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়।
এ বিষয় আখাইলকুঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে যে বা যারাই কটুক্তি করেছে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হয়েছে। একজন মুসলমান হিসেবে আমাদের প্রিয় নবীর অবমাননা কখনোই সহ্য করবো না। স্থানীয় বাসিন্দারা আমাকে এই বিষয় অবগত করলে একজন মুসলমান হিসেবে আমি তাৎক্ষণিক পুলিশ পাঠাই। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উত্তেজিত জনগণকে পুলিশ নিয়ন্ত্রণ আনে।
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, অভিযুক্ত সৌরভ দাস প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর মাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি বিভিন্ন নবী রাসুল ও অলি বুজুর্গ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ডিউটিরত পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাকে কোর্টে চালান করার প্রস্তুতি চলছে।

সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে সিলেটবাসীর মানববন্ধন

 

সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়ে মানববন্ধন করেছে সিলেটবাসী। রবিবার (১৯ মে) বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট এবং কক্সবাজার দুটো এলাকাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সিলেট যেমন সুন্দর সিলেটের মানুষজনও সৌন্দর্যপিপাসু ও ভ্রমণ প্রিয়। কিন্তু সিলেট থেকে বিশ্বের দীর্ঘতম ‘প্রাকৃতিক সমুদ্র সৈকত’ কক্সবাজারে যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেনে সার্ভিস নেই। যার ফলে সিলেটের মানুষজনকে পরিবার পরিজন নিয়ে কক্সবাজার যেতে প্রচুর ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা এড়াতে ও স্বল্প খরচে কক্সবাজার যেতে সিলেট-কক্সবাজার রুটে ট্রেন সার্ভিসের কোনো বিকল্প নেই। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবী এটি। এই ট্রেন সার্ভিস চালু হলে সিলেট এবং কক্সবাজারের পর্যটন আরও সমৃদ্ধ হবে, ব্যবসায়িক যোগাযোগও বৃদ্ধি পাবে। তাই এই রুটে ট্রেন সার্বিস চালু কলা এখন সময়ের দাবী।
বক্তারা আরও বলেন, সিলেটের রেলপথ সেক্টর বরাবরই অবহেলিত। তাই এ ব্যাপারে যারা সংসদ নেতা আছেন তাদেরকে সোচ্চার হতে হবে। এবং সিলেটের জনগণের দাবী সংসদে উপস্থাপন করতে হবে। তাহলে ভ্রমনপিপাসু মানুষদের নিরাপদ যাত্রা নিশ্চিত হবে।
এই মানববন্ধনের সমন্বয়কারী ফটো সাংবাদিক মামুন হোসেন, ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য্য, সাংবাদিক নাবিল এইচ জানান, সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালু না হওয়া পর্যন্ত তারা সিলেটবাসীকে নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করবেন। গনমাধ্যমকর্মী নাবিল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন পরিবেশ কর্মী ও দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের ফটো সাংবাদিক মামুন হোসেন ও ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য্য।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী সিলেট জেলা আহবায়ক উজ্জ্বল রায়, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি সজল ছত্রী, ভ‚মিসন্তান বাংলাদেশের সমন্নয়ক আশরাফুল কবির, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, পরিবেশকর্মী শাহ সিকান্দর শাকির, সমাজকর্মী কয়েস আহমদ সাগর, সংস্কৃতি কর্মী জয়ন্ত কুমার দাস। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মামুন হাসান, ফটো সাংবাদিক এইচ এম শহিদুল ইমলাম, ফটো সাংবাদিক আজমল আলী, ফটো সাংবাদিক রেজা রুবেল, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, যমুনা টিভি সিলেট ব্যুরো অফিসের ক্যামেরা পার্সন আহমদ শাহীন, ফটো সাংবাদিক এহিয়া আহমদ, ফটো সাংবাদিক কৃতিশ তালুকদার, বার্তা টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো. মোশাহিদ আলী, সংস্কৃতি কর্মী ও ডিবিসি নিউজের মাল্টি মিডিয়া রিপোর্টার নয়ন সরকার নিমু, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, সিলেট ভিউ টুয়েন্টি ফোরের রিপোর্টার নিবেন্দু তালুকদার, দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার রুম্মান আহমদ, ডিবিসি নিউজের সাস্ট প্রতিনিধি শাদমান সাবাব, যুক্তধারার সুরাইয়া আহমেদ রিমা। বিজ্ঞপ্তি

সচেতন সিলেটবাসীর মানববন্ধনে বক্তারা : অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করে নাগরিক সেবা নিশ্চিত করুন

 

নগরীর সীমানা বর্ধিত হলেও এখনো নাগরিক সেবার মান বাড়ানো হয়নি। অথচ নাগরিক সমাজের ঘাড়ে ৫০০ গুণ বৃদ্ধি করে হোল্ডিং ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত নগরবাসীর প্রতি সীমাহিন জুলুম। এর ফলে নগরে বাসা ভাড়া বাড়বে। মানুষের জীবন জীবিকার উপর পড়বে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির নেতিবাচক প্রভাব। এতে সিলেটের সামাজিক অঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি করতে পারে। সিটি কর্পোরেশনের এই ধরনের আত্মঘাতি সিদ্ধান্ত জনদুর্ভোগকে বহুগুণ বাড়িয়ে দিবে। অবিলম্বে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করে নাগরিক সেবার মান বাড়াতে সিটি কর্পোরেশনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
রোববার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে ‘সচেতন সিলেটবাসী’র উদ্যোগে সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সচেতন সিলেটবাসীর আহŸায়ক লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আলীম উদ্দীন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সলমান উদ্দীন, সিনিয়র আইনজীবী আব্দুল ওয়াদুদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজীম উদ্দীন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিন, মাওলানা আবুল কাশেম ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, নগরজুড়ে এখনো মানুষ সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেদিকে সিটি কর্পোরেশনের নজর নেই। অথচ হোল্ডিং ট্যাক্স এক লাফে ৫০০ গুণ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে উস্কে দেয়া হয়েছে। গোটা নগরবাসী সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়ছে। জনদাবীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে বর্ধিত অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বাতিল করুন। নগরবাসীর সাথে আলোচনা করে সহনীয় মাত্রায় হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি