চরিত্র ও সুন্দর জীবন গঠনের মাধ্যমে লিওরা সুনাগরিক হিসেবে সর্বক্ষেত্রে অবদান রাখবে —-লায়ন শেখ কবির হোসেন

42

লায়ন ক্লাব ইন্টারন্যশনাল এর প্রাক্তন আন্তরজাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন এমজেএফ বলেছেন, DSC_4241 copyসমাজ এবং মানুষের মান উন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আর্তমানবতার কল্যান সাধন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের মাধ্যমে লায়ন এবং লিওরা বিশেষ অবদান রাখছেন। তিনি আরো বলেন, চরিত্র ও সুন্দর জীবন গঠনের মাধ্যমে লিওরা সুনাগরিক হিসেবে সর্বক্ষেত্রে অবদান রাখবে। আগামি দিনের সুন্দর সমাজ বিনির্মাণে লায়নদের অনুসরণ করে লিওদের এগিয়ে যেতে হবে। লিওরা এমন ভাবে এগিয়ে যাবে যাতে তাদের সকল কার্যক্রমের মাধ্যমে দেশ এবং মানুষের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটে। লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প রেইনবো ২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। নগরীর শাহজালাল উপশহরস্থ কল্যাণ পরিষদ খেলার মাঠে গতকাল শনিবার লিও ডিস্ট্রিক্ট জেলা-৩১৫ বি ১ বাংলাদেশ এর উদ্যোগে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিও নাজিয়া আক্তার সিন্তিয়ার সভাপতিত্বে এবং লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন মশিউর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরিয়া লিডার লায়ন নাজমুল হক জিএমটি, জেলা গভর্ণর লায়ন এ.এস সালাহ উদ্দিন আহমেদ, ফাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোস্তফা কামাল এমজেএফ, সেকেন্ড ডিস্ট্রিক্ট গভর্ণর মোঃ মজিবুর রহমান। লায়ন্স ক্লাবে যোগদান করায় লায়ন দিদার হোসেনকে লায়ন্সকে পিন পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন ক্লাব ইন্টারন্যশনাল এর প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন এমজেএফ। এছাড়াও লিও নাজিয়া আক্তার সিনতিয়া ও লায়ন মশিউর আহমদকে পিন প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ফরমান উল¬াহ। শপথ বাক্য পাঠ করেন ইফতেখারুল ইসলাম। বিজ্ঞপ্তি