জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন আজ শনিবার নিজ জন্মস্থান সিলেটে আসছেন। দুপুর ১টায় ঢাকা থেকে একটি বেসরকারি হেলিকপ্টারযোগে তিনি সিলেট নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অবতরণ করবেন।
৬ বছর দায়িত্ব পালন শেষে গত ১৯ নভেম্বর নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে তিনি দেশে ফিরেন।
সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এবং সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য (পুষ্প অর্পণ) নিবেদন করবেন।
সন্ধ্যার পর এই কূটনীতিক নগরীর হাফিজ কমপ্লেক্সে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।
পরের দিন রোববার সকাল দশটায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে। দুপুরে ড. আবদুল মোমেন ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। বিজ্ঞপ্তি