স্টাফ রিপোর্টার :
নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবারও দরগা মহল্লায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের ১টি দল।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসানের নেতৃত্বে অভিযানকালে ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডেইলি শপকে হাইকোর্টে নিষিদ্ধ পণ্য রাখার দায়ে ১৫ হাজার টাকা, একই কারণে আল জায়ফর জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা এবং রানা এন্টারপ্রাইজকে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ মোল্লা সল্ট ও সান চিপস ধ্বংস করা হয়। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।