কাজিরবাজার ডেস্ক :
সাম্প্রতিক আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
শুক্রবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সাম্প্রতিক আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে লিবিয়ার সরকার অতীব জরুরি সতর্কতা (স্টেট অব এলার্ট) ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলী ও এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়াও বার্তায় লিবিয়ায় থাকা প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।