জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জে ইসলামী সমাজকল্যাণ সংঘের সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইসলামী সমাজকল্যাণ সংঘের সভাপতি মাওঃ এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওঃ কাজী রশিদ আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, উপদেষ্টা মাওঃ আব্দুল কাদির, মাওঃ আবুল কালাম, মাওঃ খুরশেদ আলম, মাওঃ আব্দুল গফ্ফার, মাওঃ আবুল কাশেম, মাওঃ ইমরান আহম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সম্পাদক মাওঃ হাফিজ কাওছার আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ আলী আকবর, অর্থ সম্পাদক হাফিজ মুখলেছুর রহমান, হাফিজ আরিফুল ইসলাম, সদস্য রুবেল খান প্রমুখ। সংগঠনটি ১৯৯০ সালে স্থাপিত হয়েছে ইহা একটি অরাজনৈতিক সংগঠন জামালগঞ্জ উপজেলার মাদক বিরোধী ও অসামাজিক কার্যকলাপের বিরোধী আন্দোলন করে আসছে। বক্তারা বলেন, সাচনা বাজার চৌধুরী বাড়ীর মাঠে মাস ব্যাপী বস্ত্র মেলার নামে সার্কাস ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করায় গত ২৪ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ও সাংবাদিকদের নিকট জামালগঞ্জের আলেম উলামা ও মুসল্লীদেরকে দুষ্কৃতিকারী ও স্বার্থন্বেষী বলে যে ভাবে অপপ্রচার ও মিথ্যাচার করে অভিযোগ করেছে এতে আমরা আজকে সাংবাদিক সম্মেলন থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ সকল অপপ্রচার ও মিথ্যাচার থেকে মেলা পরিচালনাকারিদের তওবা করে ফিরে আসার আহব্বান জানাচ্ছি। কারন আলেম উলামাদের বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার ও মিথ্যাচার জঘণ্যতম আচারণের শামিল।