স্পোর্টস ডেস্ক :
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার এভিন লুইসের সেঞ্চুরির ওপর করে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা। আর তাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে কাইরন পোলার্ড বাহিনী। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারেই ৫ উইকেটে ২৭৪ করে ফেলে উইন্ডিজ।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। আলজারি যোসেফের বলে মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন দলীয় অধিনায়ক দিমুথ করুনারত্নে। ১০ রানে পাথুম নিশানকা এবং ২ রানে ওশাদা ফার্নান্দো আউট হলে চাপে পড়ে লঙ্কানরা।
এরপর দলের দায়িত্ব কাঁধে নেয়া দানুশকা গুনাথিলাকা ও দিনেশ চান্দিমালের জোড়া ফিফটিতে লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে দুজনে করেন ১০০ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন গুনাথিলাকা। তার ৯৬ বলে ৯৬ রানের ইনিংসটিতে ছিল ১০ চার ও ৩টি ছয়ের মার। অন্যদিকে ৭১ রানে আউট হন চান্দিমাল। আর শেষদিকে ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ভানিন্দু হাসারাঙ্গা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন মোহাম্মদ ৩টি এবং আলজারি যোসেফ ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে জয়ের ভিত গড়ে দেন দুই ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস এবং সাই হোপ। উদ্বোধনী জুটিতে দুজন মিলে করেন ১৯২ রান। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করার পর ১০৩ রানে আউট হন লুইস। এদিকে আউট হওয়ার পূর্বে ৮৪ রান করেন হোপ। এরপর নিকোলাস পুরান এবং জেসন হোল্ডাররা মিলে দলকে জয় এনে দেয়। পুরান ৩৫ রানে এবং হোল্ডার ২ রানে অপরাজিত থাকেন।