জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার কাউন্সিল গতকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব নগরী একটি হোটেলে সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহানগর জমিয়তের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম কাসেমী, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহ-সম্পাদক মাওলানা আলী নূর, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিউল আলম, যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা জুবায়ের আল মাহমুদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা খয়রুজ্জামান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, নির্বাহী সদস্য মাওলানা মাহাদী হাসান, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা মোস্তাক আহমদ ফুরকানী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী, হাফিজ শাহ মোঃ আদনান, সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা আফজাল হোসেন, হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার, হাফিজ মাসউদ আজহার, হাফিজ বুরহান উদ্দিন, মাওলানা খলিল উল্লাহ, মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ, মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা মিজানুর রহমান মামুন সহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, দেশে আজ ইসলামী রাজনীতিকে নস্যাৎ করার লক্ষ্যে ইসলাম বিরোধী সকল অপশক্তিগুলো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্র ও চক্রান্ত করে কোন অপশক্তি জমিয়তের নেতাকর্মীরা জীবিত থাকলে ইসলামী রাজনীতির অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না। পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিলেট মহানগর জমিয়তের কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি শায়খুল হাদীস হাফিজ মাওলানা মনছুরুল রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম ক্বাসেমী, সহ-সভাপতি- হাফিজ মাওলানা খলিলুর রহমান, হাফিজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা খাইররুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা মাহমুদল হাসান ও হাফিজ সৈয়দ শামীম আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, আলহাজ্ব ইকরামুল আজিজ ও মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা জুবায়ের আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান আহমদ, প্রচার সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ উসমানী, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান খান, সহ-অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, অফিস সম্পাদক মুফতি মুশতাক আহমদ ফুরকানী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক এম. বেলাল আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মাহাদী হাসান, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুজ্জামান সহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি