জালালাবাদ ম্যাট্স’র ১০ম ব্যাচের ক্লাস উদ্বোধন ॥ প্রশিক্ষণলব্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে

68

ইন্সটিটিউট অব টেকনোলজি (আইএসটি) সিলেটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ দেবনাথ বলেছেন, প্রশিক্ষণলব্ধ DSC_0874জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে আরো বেশি বেশি করে পড়ালেখা করতে হবে। একজন এমবিবিএস চিকিৎসকের যোগ্য সহকারী হিসেবে মেডিকেল এসিস্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারাই দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করছেন। জালালাবাদ ম্যাট্স দক্ষ মেডিকেল সহকারী গড়ে তোলার লক্ষ্যে কাজ করায় তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
ডা. দেবাশীষ দেবনাথ রবিবার বেলা ১১টায় শাহজালাল উপশহরস্থ জালালাবাদ মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (জালালাবাদ ম্যাট্স) এর ১০ম ব্যাচের ক্লাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জালালাবাদ ম্যাট্স এর প্রিন্সিপাল ডা. সায়েফ উদ্দিন আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ ম্যাট্স এর চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক শহিদুল হক নজমু, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফ আহমদ। দ্বিতীয় বর্ষের ছাত্র সাইদুর রহমান রাইহান এর উপস্থাপনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নূর মোহাম্মদ ও গীতা পাঠ করেন সজল বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক সিলেটের কর্মকর্তা মলয় কুমার সাহা, জালালাবাদ ম্যাট্স এর শিক্ষিকা ডা. খাদিজাতুল কুবরা ফারিয়া, অভিভাবক মোঃ ইকবাল হোসেন, ২য় বর্ষের ছাত্র তোফাজ্জুল খান, ১ম বর্ষের ছাত্রী রুহেলা বেগম প্রমুখ। অনুষ্ঠানে জালালাবাদ ম্যাট্স এর পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন। ফুলেল শুভেচ্ছা জানান প্রিন্সিপাল ডা. সায়েফ উদ্দিন আহমদ খান। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ২য় বর্ষের শিক্ষার্থীরা। সব শেষে জালালাবাদ ম্যাটসের নিজস্ব ব্যান্ডের শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি