বিভিন্ন ওয়ার্ডে ইমাম সমিতির মতবিনিময় সভা ॥ কুরআনে হাফিজদের সম্মানের মাধ্যমে কুরআনকে সম্মান করা হয়

62

বিশ্বসেরা হাফিজ, ক্বারীদের তেলাওয়াত ও সংবর্ধনা সম্মেলন সফল করতে ইমাম সমিতি মহানগর শাখার নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ওয়ার্ডের ইমাম-মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়ে সভা করছেন।
মতবিনিময় সভায় ইমাম নেতৃবৃন্দ বলেন, পবিত্র কুরআন মজীদের সংরক্ষণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তিনি কিভাবে কাকে দিয়ে সংরক্ষণ করবেন তা তিনিই জানেন। বাংলাদেশের ক্ষুদে হাফিজগণ বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন। সিলেটবাসী বিশ্বের সেরা হাফিজদের কণ্ঠে তেলাওয়াত শুনবেন আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে। সম্মেলন সফলের লক্ষ্যে ইমাম নেতৃবৃন্দ গতকাল ২৫ নভেম্বর বুধবার নগরীর ২ ও ৫নং ওয়ার্ড সফর করেন। ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুল রহমান শাহজাহান পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সেক্রেটারী মাওলানা সিরাজুল। মতবিনিময় সভায় ২নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল নগরীর ৫নং সভাপতি হাফিজ মাওলানা নওফল এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা জুনায়েদ আহমদ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন মহানগর সেক্রেটারী মাওলানা সিরাজুল, মাওলানা বদর উদ্দিন, হাফিজ মাওলানা আল আমীন, মাওলানা হাবিবুর রহমান, মুফতী মুজিবুর রহমান খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিশু হাফিজদের মাধ্যমে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে। এ সকল মেধাবী হাফিজদের সম্মানের মাধ্যমে দেশে আরো প্রতিভাবান হাফিজ তৈরী হবেন। কুরআনে হাফিজদের সম্মান করা মানে কুরআনের সম্মান করা। বিজ্ঞপ্তি