স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় গরুসহ তিন চোরকে আটক করেছেন জনতা। উপজেলার দাউদপুর ইউনিয়নের সুড়িগাঁও গ্রাম থেকে তারা ৭টি গরু চুরি করে। আটককৃত চোরের হলো গোলাপগঞ্জ উপজেলা পূর্ব মদনগৌরী গ্রামের ফজলুর রহমান রেজানের পুত্র আব্দুল কাদির (২৩), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নোয়ারচর গ্রামের ইদ্রিস আলীর পুত্র হাফিজুর (১৮), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হামাট গ্রামের সুরুজ মিয়ার পুত্র আফজল মিয়া (২৪)। চোরচক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
সূত্র জানায়, সুড়িগাঁও গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মসুকুর রহমানের গোয়ালঘর থেকে ৪টি ও পার্শবর্তী গ্রাম দক্ষিণ মদনগৌরী গ্রামের মৃত ওয়াহির আলী পুত্র বাহার উদ্দিনের গোয়ালঘর থেকে ৩টি গরু সম্প্রতি চুরি হয়ে যায়। ৭টি চোরাই গরুসহ ওই তিনজনকে আটক করেন মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামের জনতা। এ সময় এলাকাবাসী তাদেরকে গণধোলাই দিলে তারা এলাকার থেকে বিভিন্ন সময় গরু চুরির কথা স্বীকার করেছে। আটকৃত চোরদের গরুসহ দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের কাছে হন্তান্তর করা হয়। পরে চেয়ারম্যান মোগলাবাজার থানা পুলিশের সোপর্দ করেছেন। এ ঘটনায় মসুকুর রহমান বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, সম্প্র্রতি দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ এর আশপাশে গরু চুরির হিড়িক পড়েছিল। ইতিমধ্যে উক্ত এলাকার বিভিন্ন গোয়াল গরু চুরির ঘটনাও ঘটেছে। চোর আতংক বিরাজ করছিল গোটা এলাকায়। কিন্তু চোর চক্র ছিল ধরা-ছোঁয়ার বাইরে। অবশেষে গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।