দক্ষিণ সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

27

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
কমাতে হলে স¤পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
শনিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন ক্ষকে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক দিলীপ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার প্রদীপ চৌধুরী, উপজেলা সমবায় অফিসের নুর হোসেন, অনলাইন নিউজ পোর্টাল সুনামগঞ্জ ভিউ ডটকম’র প্রধান স¤পাদক হোসাইন আহমদ, স¤পাদক ও প্রকাশক সোহেল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী কাম ক¤িপউটার অপারেটর মো. ফারুক মিয়া, ইউপি সদস্য আজির উদ্দিন, শওকত আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মিটুন চক্রবর্তী, হরি পদ রায় প্রমুখ।