জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জে বিসিএস ২৬ ক্যাডার ও নন ক্যাডার ফাংশনাল সার্ভিসদের পক্ষ থেকে ৬ দফা দাবিতে গণমাধ্যম কর্মীদেরকে প্রেস ব্রিফিং করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২য় তলায় সংগঠনের সহসভাপতি কৃষিবিদ ড: সাফায়েত আহমেদ সিদ্দিকির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ রুমী, ডা: মনিসর চৌধুরী, ডা: মমিনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা আল আমিন, মীর আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী এমএ জাসির প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন, আমরা সরকারের সকল কর্মকান্ডের উপর শ্রদ্ধা রেখে বলছি উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব হোক তা আমরা চাই না, আমরা শত ভাগ উপজেলা পরিষদের পক্ষে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কোন খবরদারী বা আমাদের উপর কোন কর্তৃত্ব করুক আমরা তা চাই না। আমাদের ১৭টি বিভাগ আমরা স্বাধীন ভাবে কাজ করতে চায়। অতীতে যে ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেভাবে পরিষদের সাচিবিক দায়িত্ব পালন করেছে সে ধারা অব্যাহত রাখার দাবী উপস্থাপন করা হয়।