বিদেশী মদ ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

7

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে বিদেশী মদ ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃতররা হচ্ছে, সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র মো: শামীম মিয়া (১৯) ও একই থানার মহুকুড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র মো: সালমান (২২)।
র‌্যাব জানায়, সোমবার রাত পৌনে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯,সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা র নেতৃত্বে একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২২ বোতল বিদেশী মদ উদ্ধার ও জব্দ করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
এদিকে, সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯,সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে এশটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানাধীন মহুকুড়ুা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: সালমানকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।