কানাইঘাট থেকে সংবাদদাতা :
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতি মধ্যে নির্বাচনী এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচনী আচরন বিরোধী যে কোন ধরনের কর্মকান্ড বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং মাঠ পর্যায়ে ভ্রাম্যমান টিম নিয়ে নির্বাচনী কার্যক্রম মনিটরিং শুরু করেছেন। নির্বাচনী আচরণ বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে গত কয়েক দিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কয়েকজন সমর্থক কে মৌখিক ভাবে সর্তক করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী নির্বাচন রিটার্নিং অফিসার তানিয়া সুলতানা জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনের প্রচার ও প্রচারণায় যাতে করে কোন প্রার্থী ও তার সমর্থকরা আচরণ বিরোধী পরিপন্থী কর্মকান্ড সংঘটিত করতে না পারেন এ জন্য নির্বাচনী এলাকায় এক জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। আমরা সার্বিক নির্বাচনী কার্যক্রম মনিটরিং করছি। উৎসব মুখর ও ভয়হীন পরিবেশে ১৮ মার্চ নির্বাচনের দিন যাতে করে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারেন এজন্য সব ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। ইতি মধ্যে নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব প্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নির্বাচনের দিন নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোন কর্মকর্তা ভোট গ্রহণে পক্ষ পাতিত্ব ও অনিয়মের আশ্রয় নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা সে ধরনের কঠোর নির্দেশনা দিয়েছি।