সিলেট সহ সারাদেশে গণধর্ষণের প্রতিবাদে ইউএসওএস এর মানববন্ধন

11

এম.সি কলেজের ছাত্রাবাসে বর্বরোচিত গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবীতে সামাজিক সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস অর্গানাইজেশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনের উদ্যোগে এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়।
ইউএসওএস এর সভাপতি জামিল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুজ্জামান তুহিনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের এই পবিত্র মাটিতে যারা এ ধরনের কাজ করেছে, তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিয়ে সিলেটবাসীকে কলঙ্কমুক্ত করতে হবে। বক্তারা অনতিবিলম্বে সিলেট সহ সারাদেশে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দীন আল ক্বাদেরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেখ রাসেল মেমোরিয়েল হাসপাতালের প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খান, আনোয়ার হোসেন আনসারী, ফাহাদ আহমদ, আতিকুল ইসলাম।
বক্তব্য রাখেন ইউএসওএস এর জালালাবাদ থানা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক ইমরান আহমদ ইমরান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুবেল আহমদ, ইব্রাহিম আহমদ, জুয়েল আহমদ, সবুজ আহমদ, শাহজালাল রক্ত ফোরাম ফাউন্ডেশনের সভাপতি ফয়সল আহমদ, সেভ দ্যা নেচার সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি মাছুম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি