দক্ষিণ সুরমায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা

39

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার কামালগঞ্জে (মকন দোকান) দু’টি ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও মহিলা ব্যবসায়ীদের আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গুপশহর গ্রামের মৃত হান্নান মিয়ার পুত্র মোঃ কামাল আহমদ বাদি হয়ে ২ দুর্বৃত্তদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় শ্লীলতাহানী, চুরি ও ভাংচুরের অভিযোগ এনে এ মামলাটি দায়ের করেন। নং-১১ (১৪-১১-১৫)।
মামলার আসামীরা হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার ১ নং মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র জুনেদ আহমদ (২৪) ও একই এলাকার ইলিয়াছ আলীর পুত্র রুবেল মিয়া (২৩)। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কামাল আহমদের কামালগঞ্জস্থ ভূমিকা বিউটি পার্লার ও শাপলা টেইলার্স রয়েছে। যা কামালের স্ত্রী মোছা: হাছনা হেনা খানম প্রতিষ্ঠান দু’টি পরিচালনা করে আসছিলেন। আসামী জুনেদ আহমদের বাড়ির কাছে ওই প্রতিষ্ঠানগুলো অবস্থিত। গত ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১১ টার দিকে কনে সাজাতে ওই পার্লারে যায় জুনেদ ও রুবেল। তখন জুনেদকে কনে সাজাতে ২৫শ’ টাকা লাগবে বলে জানান হাছনা। এতে তারা ক্ষেপে গিয়ে হাছনাকে গালি-গালাজ করতে থাকে। এক পর্যায়ে জুনেদ ও রুবেল উত্তেজিত হয়ে তাকে কিল-ঘুষি চড়-থাপ্পড় ও পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তখন পার্লারে থাকা তার মেয়ে আদিবা বেগম ও কাজের মেয়ে নাজমিন বেগম এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করা হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠান দু’টি ভাংচুর করে এবং ক্যাশে থাকা ২০ হাজার টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।