১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ৪ এপ্রিল ভোররাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান বর্তমান সোনালী ব্যাংক এ নিরাপত্তার দায়িত্বে থাকা ৮জন পুলিশ সদস্যকে ব্রাশফায়ার করে পাকিস্তানী হানাদার বাহিনী হত্যা করে।
শহীদ ৮ জন পুলিশ সদস্য হলেন, এএসআই আব্দুল লতিফ, হাবিলদার আব্দুর রাজ্জাক, কনস্টেবল মুক্তার আলী, শহর আলী, আব্দুস সালাম, হানিফ ব্যাপারী, মনিরুজ্জামান, পরিতোষ কুমার।
শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের স্মরণে বৃহস্পতিবার সকালে সিলেট পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, অনিল তালুকদার, সাজ্জাদুর রহমান আলতা, রতিশ চন্দ্র জয়, আব্দুল হাসিম, বিমল চন্দ্র দে, টেনাই উল্লাহ আব্দুর রহিম, হারুনুর রশিদ, মহানগর সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু, ছাইদুর রহমান এপলু, আব্দুছ ছালাম ফারুক, শ্যামল দেবনাথ, ফিরুজুল হক, সামছুল হক, অধীর সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি