বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী শিক্ষা প্রসারে উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। বাংলাদেশের সাধারণ পরিবারে সন্তানরা এখন অসম্ভবকে সম্ভব করছে। অসহায় মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তিনি দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নেকে আরো এগিয়ে নিতে কাজ করার আহবান জানান।
তিনি গত ২৯ জুলাই শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কলাবাগানস্থ নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও পাঠদান শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জাকির হোসেন বাহার ও সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট চেম্বার অব কামার্সের পরিচালক হুমায়ুন আহমদ, সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ লাল রায়, রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুস শহীদ মাষ্টার, এডভোকেট জাকারিয়া আহমদ চৌধুরী, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন চন্দ্র পাল, সমাজসেবী আনোয়ারুল ইসলাম রানা, কুটন আহমদ, কামাল উদ্দিন তুরুন, শাহ আব্দুল হোসেন মজনু, হাফিজ মুশাহীদ আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হাজী আসাদ উদ্দিন। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ লায়েক আহমদ, জাকারিয়া আহমদ টিপু, শাহ আজমল হোসেন, জুনেদ আহমদ, তুহিন আহমদ চৌধুরী, ইউনুস আলী, রফিক মিয়া, আমিরুল ইসলাম মাছুম, জালাল উদ্দিন, ছাত্রনেতা জামাল উদ্দিন, আব্দুল জলিল পারভেজ, শাহ ওলিদ, ওমর ফারুক ফরহাদ, গিয়াস উদ্দিন, মোঃ রিয়াজ উদ্দিন, শাহীন আলী, আতাউর রহমান সানি, মির মতিউর রহমান, ফখরুল ইসলাম, কামরান হোসেন দারা, কিবরিয়া আহমদ অপু, মাহবুব আহমদ চৌধুরী, তাজিদুর রহমান তাজুল, আব্দুল আহাদ ইসলাম, প্রাক্তন ছাত্র আব্দুর রহমান, কলেজের প্রভাষক সেলিম আহমদ সারওয়ার, আমাতুত তাহেরা, হাবিবুর রহমান হাসান, সাদেকা বেগম, ফখরুল ইসলাম, রইছ আলী, সবিতা রাণী, জিয়াউর রহমান, মোঃ রুকনুজ্জামান, কামরুজ্জামান, সুমা বেগম, ফাতেমা বেগম, তপু কুমার, মারজান হোসেন, আশফাক আহমদ, মোঃ ওয়াসিম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জাবের আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাকের আহমদ। শেষে পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি