রেঙ্গা হাজীগঞ্জ স্কুল ও কলেজে সংবর্ধনা ও নতুন ভবনের উদ্বোধনকালে মাহমুদ উস সামাদ এমপি ॥ দক্ষিণ সুরমায় শিক্ষার আলো এখন ঘরে ঘরে

97

সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী DSC_0306বলেছেন, শিক্ষা ক্ষেত্রে দক্ষিণ সুরমা এখন আর পিছিয়ে নেই। গত কয়েক বছর পূর্বে দক্ষিণ সুরমায় শিক্ষার হার ছিল শতকরা ৩৯ ভাগ। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৮৫-৯০ ভাগে উন্নীত হয়েছে। শিক্ষার প্রতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অনেক যতœবান হয়েছেন। ফলে বিদ্যালয়গুলোতে ঝড়ে পড়া শিক্ষার্থীদের হার হ্রাস পেয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে প্রাধান্য দিয়ে যাচ্ছেন। যার ফলে প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে। সরকার বছরের প্রথম দিন সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৩ কোটি বই বিতরণ করেছেন। সিলেট-৩ নির্বাচনী এলাকায় ৪ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিগত ৬ বছরে সিলেট-৩ নির্বাচনী এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, রাস্তার উন্নয়ন সহ প্রায় ৭ হাজার কোটি টাকা উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি রেঙ্গা হাজীগঞ্জ উচ্চবিদ্যালয় এন্ড কলেজে আগামী ৩ বছরের মধ্যে ৪তলা বিশিষ্ট আরেকটি একাডেমিক ভবন নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১৫ নভেম্বর রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্র্তৃক তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি প্রবাসীদের অর্থায়নে নির্মিত রেঙ্গা হাজীগঞ্জ উচ্চবিদ্যালয় এন্ড কলেজের ৩তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ৩য় তলা নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিনিয়র সদস্য নূরুল ইসলাম মানিকের সভাপতিত্বে, কলেজের প্রভাষক আফরুজ মিয়া, তাহমিনা আক্তার ও রুমানার যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মহিউল ইসলাম বুরহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, মোগলা বাজার ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব চুনু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ বাবু বিনয় কৃষ্ণ তালুকদার।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম আলী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালিক, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম ও রুহুল আমীন, আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সুহেল আহমদ কর্নেল, সুরঞ্জিত চন্দ্র দাস, আবদুল মুমিন, মিনহাজ উদ্দিন নান্নু, নন্দন চন্দ্র পাল, সুমন আহমদ, সহিদুল ইসলাম, হাসান আহমদ, জাহাঙ্গীর আহমেদ, তোয়েল আহমদ, সুজন চন্দ্র দাস, জাবেদ আহমেদ, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৯ম শেণীর ছাত্র আশরাফ আহমদ ও গীতা পাঠ করেন ৯ম শ্রেণীর ছাত্রী ঝিনুক দাস। বিজ্ঞপ্তি