স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হামলা, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে সিলেট মহানগরসহ আশাপাশের বিভিন্ন এলাকায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ করেছেন। এসম নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভকারীর কুশপত্তলিকা দাহ করেন।
একই সাথে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘স্টান্ড উইথ ফিলিস্তিন’ শীর্ষক ব্যানার হাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিলেট মহানগরী ছাড়াও সিলেটের দক্ষিণ সুরমার সিলাম, জালালপুর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, হেতিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে এ ঘটনায় সিলেটের মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। এতে পবিত্র মসজিদুল আকসার সুরক্ষা এবং নিহত ফিলিস্তিনিদের জন্য শহীদের মর্যাদা ও যুদ্ধাহতদের জন্য উন্নত চিকিৎসার জন্য প্রার্থনা করা হয়। শুক্রবার জুম্মার নামাজে শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমজাদ হোসেন।
এ সময় অনেকেই চোখের জল ছেড়ে মহান আল্লাহর রহমত কামনা করেন। তাছাড়া মুসল্লিরা বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রæত আরোগ্য লাভের জন্য দোয়া করেন। হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ ছাড়াও সিলেটের হযরত শাহপরান (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কোর্ট মসজিদ, কালেক্টরেট মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার আবুতোরাব জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদারপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, ভার্থখলা জামে মসজিদ, কাজীটুলা জামে মসজিদসহ নগরীর বিভিন্ন পাড়া মহল্লার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ হাজার হাজার মুসল্লিদের নিয়ে স্বপ্রনোদিত হয়ে বিশেষ মোনাজাত করেছেন।