নর্থ ইস্ট কানেকটিভিটি সম্মেলনে যোগ দিতে শিলং যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল

29

ভারতের শিলংয়ে অনুষ্ঠিতব্য নর্থ-ইস্ট কানেকটিভিটি সামিটে যোগ দিতে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব Chember Press Confarence Picআহমদের নেতৃত্বে ১৮ সদস্যের বাংলাদেশী প্রতিনিধি দল সেখানে যাচ্ছে। গতকাল রবিবার দুপুরে প্রতিনিধি দলের ১৩ সদস্য সামিটের উদ্দেশ্যে রওয়ানা হন। সোমবার আরো ৫ জন সদস্য সম্মেলনে যোগদান করবেন।
এ উপলক্ষে রবিবার দুপুরে সিলেট চেম্বার কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিই মূলত এ সম্মেলনের মূল লক্ষ্য। এরই মধ্যে চারটি  দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে চার দেশের মধ্যে রোড নেটওয়ার্ক চালু হবে। তিনি বলেন, ভারতের সেভেন সিস্টারস খ্যাত নর্থ ইস্টে বাংলাদেশী পণ্য রপ্তানীর বিপুল সুযোগ রয়েছে। এর মধ্যে সিলেট গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সিলেট চেম্বারকে এই সুযোগ কাজে লাগাতে হবে।
এফবিসিসিআই সভাপতি বলেন, দুই দেশের মধ্যে ট্যারিফ-নন ট্যারিফ ব্যারিয়ার দূর করা, কয়লা, চুনাপাথর ও পাথর আমদানীর ক্ষেত্রে জটিলতার বিষয়টি তারা সম্মেলনে তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ বলেন, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ২য় নর্থ ইস্ট কানেকটিভিটি সামিট-২০১৫ এর আয়োজন করেছে। আগামী ১৬ ও ১৭ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
সিলেট চেম্বারের পরিচালক মো: ওয়াহিদুজ্জামান ভুট্টোর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহ সভাপতি মো: মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী (মাকুম), পরিচালক মো: হিজকিল গুলজার, মো: লায়েছ উদ্দিন, আবু তাহের মো: শোয়েব, এনামূল কুদ্দুছ চৌধুরী, মো: এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামূল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি