১৭ পরগণাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দরবস্তে উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

2

 

ঐতিহ্যবাহী ১৭ পরগণাকে নিয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জনৈক সভাপতি কর্তৃক অসৌজন্যমূলক মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে এবং ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটি ঘোষিত বাস গাড়ি বর্জনে সচেতনতা সৃষ্টিসহ বৃহত্তর জৈন্তার মুরব্বিয়ানদের মান-মর্যাদা অক্ষুণœ রাখার লক্ষ্যে মানববন্ধন করেছে জৈন্তাপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ।
শুক্রবার বিকেলে জৈন্তাপুর উপজেলার স্থানীয় দরবস্ত বাজারে আয়োজিত বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করেন উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান হাফিজ মাসউদ আজহার।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ হাতিমীর পরিচালনায় এবং হাফিজ আব্দুল্লাহ এর কুরআন তেলওয়াতের মাধ্যমে সুচিত মানববন্ধনে বক্তারা বলেন-
সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি। ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির আহবানে সিলেট তামাবিল জাফলং, সিলেট কানাইঘাট, সিলেট গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখতে সর্বস্থরের জনগণের প্রতি আহবান জানাচ্ছি। বক্তারা জৈন্তিয়া ১৭ পরগনার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বাস বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনাকে যেকোনো মুল্যে চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। এ ছাড়াও সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম-কে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তিন’টি দাবীতে সিলেট তামাবিল সড়কে বাস-মিনিবাস গাড়ি বর্জন কর্মসুচি অব্যাহত রাখতে সর্বস্থরের জৈন্তিয়া বাসির প্রতি আহবান জানানো হয়। মানববন্ধন থেকে আগামী রোববার ১৭ পরগণার পরিবর্তী সভায় সবাইকে অংশ গ্রহণ করার আহবানও জানান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি রাজনীতিবিদ মাওলানা শরিফ উদ্দীন খা, বিশিষ্ট মুরব্বি মাওলানা কবির আহমদ, তরুণ মুহাদ্দিস মাওলানা রেজাউল কারীম, ইউপি সদস্য রকিব উদ্দিন, সাবেক ইউপি সদস্য মুসা মিয়া, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়ছর আহমদ, সমাজসেবী মাওলানা আব্দুল মালিক, উবায়দুল্লাহ দরবস্তী, হাফিজ জয়নুল আবেদীন ডালিম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আফতাব হাসান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আফতাব উদ্দিন, হাফিজ আলিম উদ্দিন, মাওলানা আলামিন হাসান নাহিদ, দেলোয়ার হোসেন জামিল, এরশাদুল আলম চৌধুরী, ছাত্রনেতা হাফিজ মুজিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য: গত ৭ জুলাই শুক্রবার রাতে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন দিনমজুর নিহত হওয়ার ঘটনা-কে কেন্দ্র করে জৈন্তিয়া ১৭পরগনা ও সিলেট বাস মালিক সমিতি ও শ্রমিকদের মধ্যে এই বিরোধ সৃষ্টি হয়।