জকিগঞ্জে ইউপি জাতীয় পার্টির কর্মী সমাবেশ ॥ বসন্তের কোকিল দিয়ে পার্টি চলবে না

59

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থী নির্ধারণ নিয়ে সুলতানপুর ইউনিয়ন জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের উদ্যোগে গতকাল শনিবার গঙ্গাজলের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন নির্বাচন শীর্ষক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি নেতা শফি মেম্বারের সভাপতিত্বে ও হাসান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন চৌধুরী, জেলা জাতীয় পার্টি নেতা নাজমুল হাসান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা, মোস্তাফা মেম্বার, বুরহান উদ্দিন মুক্তা, বদরুল হাসান, সুলতানপুর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ওলিউর রহমান, জকিগঞ্জ ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাবু, বিলাল আহমদ, রুবেল আহমদ, কাবিরুল হাসান, আব্দুল আহাদ, সেলিম আহমদ, আব্দুল জব্বার, ইকবাল হোসেন, মসলু আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জাতীয় পার্টির দুর্গ জকিগঞ্জে লাঙ্গল মার্কার বিজয় নিশ্চিত করতে দলের ত্যাগী নেতাকর্মীদের প্রার্থী দিতে হবে। বসন্তের কোকিল দিয়ে পার্টি চলবেনা। নির্বাচনে নিষ্ক্রিয়দের প্রার্থী করা হলে পার্টির ভরাডুবি হবে। তৃণমূল কর্মীদের মতামতকে মূল্যায়ন করে সুলতানপুর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওলিউর রহমানকে দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করতে বক্তারা পার্টির সিনিয়র নেতাদের হস্তক্ষেপ কামনা করে আরও বলেন, অতীতে যারা টিআর, কাবিখা, কাবিটার অর্থ আত্মসাতে জড়িত ছিল তাদের কাঁধে লাঙ্গল তুলে দিলে তৃণমূলে ভাঙ্গন ধরবে। সুলতানপুরে জাতীয় পার্টির ঘাটি করতে চেয়ারম্যান প্রার্থী ওলিউর রহমানের বিকল্প নেই। তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী ওলিউর রহমানের পক্ষে কাজ করতে অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকলের প্রতি আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জাপার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর বলেন, প্রার্থীদের অতীতের কার্যকলাপ ও তৃণমূলের মতামতের ভিত্তিতে জাপার বিজয় নিশ্চিত করার লক্ষে দলের নিবেদিত কর্মীদের প্রার্থী করা হবে। বির্তকিত সুদিনের নেতাদের জাতীয় পার্টি মূল্যায়ন করবেনা। ইউনিয়ন নির্বাচনে লাঙ্গল মার্কার বিজয় নিশ্চিত করে জকিগঞ্জকে আবারো জাতীয় পার্টির দুর্গে রূপান্তরিত করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থীদের লাঙ্গল মার্কার পক্ষে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।